গুরুর সঙ্গে দেখা হল শিষ্যের। সম্প্রতি প্যারিসে একটি প্রোমোশনাল ইভেন্টে গিয়েছিলেন কিংবদন্তি ফুটবলার পেলে। কিন্তু অনুষ্ঠানের আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন পেলে। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেই হাসপাতালেই তাঁর সঙ্গে দেখা করলেন এই মুহূর্তে তাঁর দেশেরই সবথেকে বড় ফুটবলার নেইমার. এক ফ্রেমে ধরা দিল অতীত-ভবিষ্যৎ।
বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন পেলে। মাঝে দু-একবার হাসপাতালেও ভর্তি হয়েছেন এই ৭৮ বছর বয়সী ফুটবলার। সম্প্রতি প্যারিসে একটি প্রোমোশনাল ইভেন্টে গিয়েছিলেন পেলে। সেখানে তাঁর সঙ্গে থাকার কথা ছিল ফ্রান্সের উঠতি তারকা এমবাপের। কিন্তু অনুষ্ঠানের আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন পেলে। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসকেরা বলেন, মূত্রনালীর সংক্রমণ হয়েছে তাঁর।
অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেইনের তারকা নেইমার হাঁটুর চোটে বেশ কিছুদিন মাঠের বাইরে। পিএসজিতেই চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতি করছেন তিনি। ফ্রান্সে থাকার সুবাদে সোমবার পেলের সঙ্গে দেখা করতে যান নেইমার। হাসপাতাল সূত্রে খবর, দুজনে বেশ কিছুক্ষণ গল্পও করেন। পেলের সঙ্গে ছবি তুলে সেই ছবি নিজের টুইটারে শেয়ার করেন নেইমার। ক্যাপশনে লেখেন, ‘রেই’। পর্তুগিজ ভাষায় এই শব্দের মানে ‘সম্রাট’। ফুটবল সম্রাটের সঙ্গে দেখা করে তাই এই কথাই লিখলেন নেইমার।
আগে অনেকবার পেলে বলেছেন, বিশ্বের সেরা ফুটবলার হওয়ার সব প্রতিভা নেইমারের আছে। রোনাল্ডো, মেসির পর এই ব্রাজিলিয়ান তারকা বিশ্বের সেরা ফুটবলার হবে, এমনটাই ধারণা পেলের। কিন্তু এখনও পর্যন্ত নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারেননি নেইমার। বারবার চোটে মাঠের বাইরে যাওয়াটাও এর একটা অন্যতম বড় কারণ। তবে নিজেকে চেনানোর এখনও অনেক সময় আছে নেইমারের কাছে। আর সেই জন্যই গুরুর কাছে আশীর্বাদ নিতে হয়তো শিষ্য ছুটলেন হাসপাতালে।
চিকিৎসার পর সুস্থ হয়ে উঠছেন পেলে। দু’দিন আগে নিজেই বলেছেন, এখন মনে হচ্ছে আবার ফুটবল মাঠে নামতে পারবেন। কিন্তু তারপরেও আপাতত সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দু-একদিনের মধ্যেই হয়তো ছাড়া পেয়ে যাবেন।