সারা বছর হিন্দুত্ববাদ আঁকড়ে ধরেই রাজনীতির বৈতরণী পার হয় মোদী শিবির৷ ভোটের আবহে যখন তৃণমূল-সহ সমস্ত দল নিজেদের কাজের খতিয়ানকে তুলে ধরছে প্রচারে, তখনও গো-রাজনীতিতেই ভরসা রাখছে বিজেপি৷ বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার যেমন। সোমবার ভোট প্রচারে বেরিয়ে ‘গোমাতা’-র পুজো করলেন পেশায় ডাক্তার সুভাষ সরকার।
বাঁকুড়া কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় অবশ্য এই ঘটনা শুনে বলেন, ”এসব লোক দেখানো কাজ করে কিছু হবেনা। বাঁকুড়ার মানুষ আমাকে জেতানোর বিষয়ে তাঁদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।”
গোরুর গলায় গাঁদা ফুলের মালা ও সিঁদুর লাগিয়ে পুজো করেন তিনি৷ সেইসঙ্গে চলে গোরুকে খাওয়ানোর পালাও। তবে পেশা যেহেতু ডাক্তারি, সুভাষ সরকার তাই ‘গোপুজো’ নিয়ে কিছুটা সাবধানী। তাঁর কথায়, ‘এক জন চিকিৎসক হিসেবে গ্রামের মানুষকে বলি, শরীর ভাল রাখতে বেশি করে দুধ খেতে হবে। হরলিক্স খেলে হবেনা।’ সেইসঙ্গে তাঁর সংযোজন, ”গো-সম্পদ পাচার বন্ধ হোক, দেশে গো-সম্পদ বৃদ্ধি পেলে গ্রামের দরিদ্র মানুষ বেশি করে দুধ খেতে পাবেন৷”
কিন্তু তার জন্য গো-পুজো কেন? স্বভাববশতঃ কোনও উত্তর দেননি তিনি৷ এই ঘটনা আবার প্রমাণ করে দিল, প্রচারের জন্য বিজেপির ভাঁড়ে মা ভবানী৷ এমনিতেই সারাবছর কোনও কাজ করেনি বিজেপি৷ এখন মানুষের অসন্তোষ থেকে বাঁচতে গোরুর কৃপাই প্রয়োজন মোদী শিবিরের৷