৪২-এর একটা আসনও বিজেপি এ রাজ্যে পাবে না। গতবার অনেক করে ২ টো পেয়েছিল। এবার সেটা শূন্য হয়ে যাবে। সোমবার একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম দফার নির্বাচনের আগে উত্তরবঙ্গে প্রচার করছেন মমতা। তারই ফাঁকে দেওয়া এই সাক্ষাৎকারে ‘ভক্ত’ মিডিয়াকে একহাত নিয়ে মমতা বলেন, ‘সব টিভি মিডিয়াকেই তো কিনে নিয়েছে। অনেক ন্যাশনাল মিডিয়া এমনকী আপনাদের সারা দেশে অনেক চ্যানেল রয়েছে যারা নরেন্দ্র মোদী, অমিত শাহকে ভয় পান৷ এবং মিডিয়ার এত অধঃপতন এবং অবক্ষয় আগে কখনও দেখিনি৷ ওরা অপপ্রচার করছে, এবং তার কাছে মিডিয়া মাথা নত করছে৷’
এরপরেই বিজেপির আসন সংখ্যা নিয়ে মমতা বলেন, ‘৪২-এর একটা আসনও ওরা এরাজ্যে পাবে না৷ আগে অনেক কিছু করে মাত্র ২টো পেয়েছিল৷ এবার সেই সংখ্যাটা শূন্য হয়ে যাবে৷ আর সারা ভারতে নরেন্দ্র মোদী এমন গো হারান হারবে, যে সংখ্যাটা বলতেও আপনারা (মিডিয়া) লজ্জা পাবেন৷ কাজেই মিথ্যে কথা বলে লজ্জা দেবেন না৷ আমরা বিজেপি সরকার বদলে দেব।’
বিজেপি, কংগ্রেসের পর তৃণমূল শুধু দেশের তৃতীয় রাজনৈতিক দল নয়, একনম্বর হতে পারে বলে মনে করেন মমতা। তাঁর কথায়, ‘আমি তো একনম্বরও হতে পারি৷ আপনি এত ভাবছেন কেন৷ আমি তো অনেক জায়গায় লড়িনি৷ কিন্তু আমার বন্ধুবান্ধব অনেকে রয়েছেন বিভিন্ন রাজ্যে৷ তাঁদের সঙ্গেও তো আমার একটা ফ্রন্ট রয়েছে৷ এবার আমরা আন্দামান, অসমে, ওড়িশাতেও লড়ছি৷ এভাবেই আমরা ধীরে ধীরে এগোচ্ছি৷ অখিলেশ উত্তরপ্রদেশে লড়ছে, ও আমার বন্ধু৷ মায়াবতী লড়ছেন, উনি আমার বন্ধু৷ মহারাষ্ট্রে এনসিপি লড়ছে, ওরা আমার বন্ধু৷ বিহারে লালু প্রসাদের ছেলেরা লড়ছেন ওরা আমার বন্ধু৷ তামিলনাডুতে স্তালিনরা রয়েছেন৷ দিল্লীতে অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন৷ ওরা সবাই আমার বন্ধু৷ আমাদের অবজ্ঞা করবেন না।’
