সারাবছর মানুষের জন্যে কোনও উন্নয়নমূলক কাজ নয়, হয় হিন্দুত্ববাদ নয় গো-রাজনীতি কিংবা রামমন্দির বিতর্ক জারি রেখে দিন কাটায় বিজেপি। তবে অন্যান্য সব জায়গার মতই বিজেপি ধাক্কা খেল রামমন্দির ইস্যুতেও। যে জনপদের অধিকারকে কেন্দ্র করে গোটা দেশে বার বার ভোটের হাওয়া নিজেদের পালে লাগানোর চেষ্টা করেছে বিজেপি, সেই অযোধ্যাতেই রামমন্দির ইস্যু এখন বেজায় ফিকে।
অযোধ্যার উত্তাপে যে আসলে রাজনীতির রুটি সেঁকা চলেছে বিজেপি বছরের পর বছর, তা আর বুঝতে বাকি নেই অযোধ্যাবাসীর। তাই উত্তাপটা আর জোগাতে রাজি নন অনেকেই। ভোটের অযোধ্যা তথা ফৈজাবাদে রামমন্দির নির্মাণের দাবি নিয়ে একটাও পোস্টার-ব্যানার চোখে পড়ে না।রাজনৈতিক দলের নামে তো নয়ই, ধর্মীয় বা অরাজনৈতিক সংগঠনের নামেও নয়। চা-পান-বিড়ির ঠেকেও রামমন্দির বা বাবরি মসজিদ নিয়ে কোনও চৰ্চা নেই। যে অযোধ্যার বিবাদকে কেন্দ্র করে গোটা দেশে চর্চা, ১৯৯২-এর পর থেকে প্রায় প্রত্যেকটা লোকসভা নির্বাচনে যে অযোধ্যার বিবাদ অন্যতম উল্লেখযোগ্য ইস্যু, সেই অযোধ্যা নিজেই আর মাথা ঘামায় না বিবাদ নিয়ে।
[Total_Soft_Poll id=”2″]
বিজেপি তথা সঙ্ঘ পরিবার বার বার নির্বাচনের আগে হাঁকডাক করে সামনে নিয়ে আসে অযোধ্যাকে। এ বারও তার ব্যতিক্রম ঘটেনি। এখনও কেন রামমন্দির তৈরি হল না, সে প্রশ্ন তুলে সঙ্ঘ পরিবারের বিভিন্ন শাখা দেশ জুড়ে সুর চড়ানো শুরু করেছে। ভঙ্গিটা এমন যে, বিজেপির সরকারকেই প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে। কিন্তু আসল উদ্দেশ্য যে ইস্যুটাকে ফের চাগিয়ে তোলা, আসল উদ্দেশ্য যে রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি আরও জোরদার ভাবে দেওয়ার সুযোগ বিজেপির সামনে তৈরি করে দেওয়া, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের সংশয় নেই বিন্দুমাত্র।
অযোধ্যাবাসীও যেমন রামমন্দির বিতর্ক নিয়ে আর ভাবিত নয়, তেমনই এই ঘটনা যে শুধুমাত্র বিজেপির ভোটব্যাঙ্ক বাড়ানোর হাতিয়ার তা বুঝে ফেলেছেন বিরোধীরাও। রামমন্দির ইস্যু বিজেপির কাছে শুধুমাত্র ভোট মেশিন এবং বিজেপি বার বার মন্দিরের নামে ভোট নেবে কিন্তু কোনও দিন মন্দির বানাবে না—বলতে শুরু করেছে বিরোধীরা। এই অভিযোগের খুব বিশ্বাসযোগ্য সাফাই বিজেপির কাছে এখনও পর্যন্ত নেই। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে পাঁচ বছর সরকার চালাল বিজেপি। উত্তরপ্রদেশেও যোগী আদিত্যনাথের সরকার। তা সত্ত্বেও মন্দির নিয়ে যাবতীয় তৎপরতা দেখানো ভোটের মাত্র কয়েক মাস আগে থেকে শুরু হল কেন? এই প্রশ্নের কোনও সদুত্তর বিজেপির কাছে নেই। যে রামমন্দির নিয়ে বিজেপির এত লম্ফঝম্প সেই ঘাঁটিতেই নিস্পৃহ হচ্ছেন মানুষ। বেচারা মোদী! শেষ সম্বলটুকুও হাতছাড়া হচ্ছে গেরুয়া শিবিরের।
[Total_Soft_Poll id=”3″]