‘এক সপ্তাহের মধ্যে যদি তৃণমূলের কেউ এখানে বিজেপির কোনও কর্মীর ওপর হাত দেয় তাহলে কেশপুরে এসে আমি তার ডেথ সার্টিফিকেট লিখে দেব।’ রবিবার ঘাটালের দলীর প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে কেশপুরের এক কর্মীসভা থেকে এই ভাষাতেই হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভামঞ্চ থেকেই কেশপুরের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তাঁর হুমকি, ‘দিলীপ ঘোষ কোনও বাপের ব্যাটাকে পরোয়া করে না। দরকার পড়লে বাংলার কোথাও যাবো না। কেশপুরের অঞ্চলে অঞ্চলে ঘুরবো। দেখে নেব, কে মায়ের কত দুধ খেয়েছে, কার ধড়ে কটা মাথা আছে। যদি শুধরে না যাও, এই কেশপুর টিএমসির শেষপুর করে ছাড়বো আমি।’
এখানেই শেষ নয়। এরপরেই আবারও হুমকির সুরেই দিলীপ বলেন, ‘যদি এখানে ছেলে-পুলের সঙ্গে শান্তিতে ঘর করতে চান, তাহলে আমি সময় দিয়ে যাচ্ছি। যদি এক সপ্তাহের মধ্যে বিজেপির কোনও কার্যকর্তার উপর হাত পড়ে, তাহলে দিলীপ ঘোষ এখানে খালি পায়ে হাঁটবে। আমার গায়ে কেউ হাত দিয়ে দেখাক। কোনও বিজেপি কর্মীর গায়ে হাত পড়লে যে হাত দেবে আমি তাঁর ডেথ সার্টিফিকেট লিখে দেব। তুমি পৃথিবীর যেখানেই লুকোবে তোমাকে খুঁজে বের করে আনবো।’ তিনি এ-ও বলেন যে, ‘কীভাবে ঘাসফুল মারিয়ে দিয়ে তৃণমূলকে শেষ করতে হয়, তার মন্ত্র আমার জানা আছে।’
পাশাপাশি দিলীপ সাফ জানিয়ে দেন, এই বক্তব্যের রেকর্ডিং যদি পুলিশ কিংবা নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়, তাতেও কোনও পরোয়া নেই তাঁর। এমনকি কালিঘাট থেকে দিদি এসেও মেদিনীপুরের মাটিতে কিছু করতে পারবে না বলেই মন্তব্য করেন দিলীপ। তাঁর কটূক্তি, ‘কোনও মোটা মন্ত্রী-পাতলা মন্ত্রী এসে মেদিনীপুরে কিছু করতে পারবে না। ঘাটালের চৌরাস্তায় দাঁড়িয়ে তার কাপড় খুলে নেব।’ কেন্দ্রীয় বাহিনীকে বুঝে নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জের সুরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘যদি এই কথার রেকর্ডিং এসপি, নির্বাচন কমিশনের কাছে দাও, তাদের আমি জবাব দেব।’
দিলীপ ঘোষের এই মন্তব্যের পর স্বভাবতই তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল নেতাদের মতে, প্রকাশ্যে এই ধরনের কথা বলে দিলীপ ঘোষ ভোটের আগে উত্তেজনা ছড়াচ্ছেন। অশান্তি বাধানোর চেষ্টা করছেন। হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের খুন করা হবে। তাই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানিয়েছেন খোদ জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি।
উল্লেখ্য, কোথাও গিয়ে বলেছেন, ‘মারব এখানে, লাশ পড়বে যেখানে সেখানে।’ তো কোথাও গিয়ে বলেছেন, ‘হাতে বাঁশ নিয়ে রেডি থাকুন। এমন মারুন, যাতে হাসপাতালে যেতে না হয়। স্পটেই যাতে হিসেব বরাবর হয়ে যায়।’ থানা থেকে শুরু করে নির্বাচন কমিশন, একাধিক বার অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। কারণ তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও, এবারও তাতে কোন আমল দিতে চাননি তিনি। সোমবার দলীয় কর্মীদের নিয়ে মেদিনীপুরে একটি বৈঠক করতে আসেন দিলীপ। বিতর্কিত মন্তব্য করে তিনি যে ভুল করেননি বা তার থেকে পিছিয়ে আসতে রাজি নন, সেখানেই তা স্পষ্ট বুঝিয়ে দেন তিনি।