এলাম, খেললাম আর জিতলাম। আজকের ম্যাচের চরিত্রনাট্যটা অনেকটা এইরকমই লিখেছিল কেকেআর। পুরো ম্যাচটাই নিজেদের হাত থেকে বেরত দেয় নি। পিঙ্ক সিটিতে বেগুনি পতাকা উড়াল কলকাতা।
টসে জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক। ২০ ওভারে ১৩৯ এর বেশি রান তুলতে পারে নি রাজস্থান। দ্বিতীয় ওভারের শুরুতে কৃষ্ণা রাজস্থানের অধিনায়ক রাহানের উইকেট নিয়ে যে ধাক্কা দিয়েছিল সে ধাক্কা সারা ম্যাচ জুড়ে থেকে গেছে। রাজস্থানের হয়ে স্টিভ স্মিথ সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেললেও সেটা কাজে আসে নি। কলকাতার তিন স্পিনার উইকেট না পেলেও তাদের নিয়ন্ত্রণ বোলিং রাজস্থানের রানরেট ৭ এর উপর উঠতে দেয় নি।
১৪০ এর লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে খুব সাবলীলভাবে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল কেকেআর। আজ আর রাসেল শো দেখা হল না গোলাপি শহরের ক্রীড়াপ্রেমীদের। তার বদলে আর এক ক্যারিবিয়ান সুনীল নারিনের খেলায় মাতল স্টেডিয়াম। না বলে নয় ব্যাটে বাজিমাত এই ক্যারিবিয়ান তারকার। ২৫ বলের ৪৭ রানের ইনিংসই আশা ভঙ্গ করল রাজস্থান সমর্থকদের। সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন ক্রিস লিনের ৫০ রানের ইনিংস। লিন-নারিন জুটি ৯১ রানের পার্টনারশিপের পরে ম্যাচে আর কিছুই বাকি থাকল না। কলকাতার তরফে দুটি উইকেট যেন সান্ত্বনা পুরস্কার রাজস্থানের।
আইপিএলে প্রথম ম্যাচ খেলেই ম্যাচের সেরা হ্যারি গার্নে। তার ঝুলিতে ২ উইকেট। রাজস্থান থেকে চেন্নাই এক্সপ্রেসে পাড়ি দিল কলকাতার টিম।