চলতি বছরের এপ্রিল মাসের ১১ তারিখ থেকে শুরু হবে প্রথম দফার নির্বাচন। ১৭তম সাধারণ নির্বাচন হবে ৭ দফায়।আর সেই নির্বাচন শুরু হওয়ার আগে তেলেঙ্গানা সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট।
একটি জনসভা থেকে তিনি বলেন তেলেঙ্গানা সরকার ক্রমাগত চেষ্টা করে চলেছে নেতা, মন্ত্রী কেনার এবং চাপ সৃষ্টি করে ভয়ের বাতাবরণ তৈরি করার। তিনি বলেন তেলেঙ্গানা সরকার ঠিক একই কাজ করছে যা করছেন নরেন্দ্র মোদী সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে ওঠা কণ্ঠ রোধ করার জন্যে।
পাইলট বলেন টিআরএস ও বিজেপি দুই দলই সমান।বিজেপির কোন স্থান নেই তেলেঙ্গানায়। তিনি বলেন দেশের মানুষ বেছে নেবেন দেশের আগামী প্রধানমন্ত্রীকে মে মাসের ২৩ তারিখ।
টিআরএসকে আক্রমণ করে তিনি বলেন গত পাঁচ বছরে বিজেপি ও টিআরএস কিছুই করেনি মানুষের উন্নয়নের জন্যে। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন মুসলিম ও দলিতদের ওপর আক্রমণ বেড়ে গেছে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে। তিনি বলেন পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনাকে নির্বাচনে মাইলেজ পাওয়ার জন্যে ব্যবহার করছে বিজেপি।