কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের স্পষ্ট বক্তব্য, ‘বিজেপি নেতাদের কথাতেই কাজ করছে নির্বাচন কমিশন। ভোটের মুখে রাজ্যের চার পুলিশকর্তাকে আচমকা সরিয়ে দিয়েছে কমিশন। তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও ক্ষোভ উগরে চিঠি দেন কমিশনকে। এরপর কমিশনকে নিশানা করেন ফিরহাদ হাকিম। এমনকি কমিশনের কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
পোস্তার একটি হিন্দিভাষী মঞ্চের অনুষ্ঠান ছিল। সেখানেই উপস্থিত হয়েছিলেন ফিরহাদ হাকিম। রাম মন্দিরকে ভোটের আগে ইস্যু করেছে বিজেপি এই অভিযোগে গেরুয়া শিবিরকে আক্রমন করেছেন ববি। তাঁর কথায়, “হনুমানজি রামকে বুকে স্থান দিয়েছিলেন আর বিজেপি তো রাম কে পোলিং এজেন্ট বানিয়ে ছেড়েছে”।
এদিন বাবুল সুপ্রিয়র গাওয়া বিজেপি-র থিম সং প্রসঙ্গে কলকাতার মেয়র বলেন, ” গান বন্ধ করার জন্য আমরা আগেই বলেছি। অভিযোগও দায়ের করেছি। কিন্তু কে শোনে কার কথা। এরপরও যারা এই গান চালাচ্ছেন তাঁদের বিরুদ্ধে কমিশন কি ব্যবস্থা নেয় দেখতে হবে”। ফিরহাদ আরো বলেন, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যিনি কিনা ভারতীয় সেনাকে ‘মোদী সেনা’ বললেন, তাঁকে নির্বাচন কমিশন কেবল সর্তক করে ছেড়ে দিল। এগুলো কাঁদের মদতে হচ্ছে তা জানতে কারোর বাকি নেই”।