চলতি মরশুমের আইপিএলে বিরাটের বেঙ্গালুরু এখনো একবারও জয়ের মুখ দেখল না। টানা ছয় ম্যাচের ছয়টিতে হেরে বিরাট বাহিনী এখন বিপর্যস্ত। গতকাল ঘরের মাঠে দিল্লীর কাছেও পরাজিত হল তাঁরা। রাবাদার দুরন্ত বোলিং সঙ্গে শ্রেয়স আইয়ারের ব্যাটে ভর করে আরসিবিকে ৪ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিল দিল্লী ক্যাপিটালস। ১৫০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শূন্য রানে শিখর ধাওয়ানকে ফিরিয়ে দিয়ে দিল্লী শিবিরে প্রথম আঘাত হানেন টিম সাউদি। যদিও পৃথ্বিশ-শ্রেয়স আইয়ার জুটি দিল্লীকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। পৃথ্বিশ অবশ্য ২৮ রানে আউট হন। কিন্তু শ্রেয়স আইয়ারের দুরন্ত হাফ সেঞ্চুরিতে জয় ছিনিয়ে আনে দিল্লী। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় দিল্লী। ৬ ম্যাচ হয়ে গেল তবু জিততে পারল না আরসিবি।
এদিন টস জিতে দিল্লী প্রথমে বিরাটদের ব্যাট করতে পাঠান। ক্রিস মরিস আর কাগিসো রাবাদার দুরন্ত বোলিংয়ের সৌজন্যে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আরসিবি। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি। ৩৩ বলে ৪২ রান করেন বিরাট। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে বেঙ্গালুরু। তা সত্বেও জয়ের মুখ দেখতে পেল না বিরাটের দল।