বিজেপিকে রাজনৈতিকভাবে কবর দিন। নাগরাকাটায় তৃণমূলের প্রচারসভা থেকে এভাবেই মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দেগে একের পর এক ইস্যু তুলে ধরেন মমতা। বিজেপিকে ভোট না দিয়ে তাঁদের দিল্লীর গদি থেকে সরিয়ে দেওয়ার বার্তা দেন জনতাকে।
নাগরাকাটার প্রচার সভা থেকে মোদীর চৌকিদারিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘জওয়ান মেরে জওয়ান প্রেম, বিজেপি শেম শেম৷ কিষাণ মেরে কিষাণ প্রেম, বিজেপি শেম শেম৷ মনে রাখবেন, চৌকিদার চাই না, দেশে গান্ধীজি, আম্বেদকর, নেতাজীর মতো নেতা চাই. যারা সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে পারে৷ সারে জঁহা সে অচ্ছা, হিন্দুস্তান হমারা’। মোদীকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, ‘৫৪৩ আসনে কীভাবে জিতবে বিজেপি? প্রত্যেক রাজ্যে হারবে এরা৷ যে এক্স হয়ে গিয়েছে, তাকে এক্স হয়ে যেতে দাও৷ মোদী হটাও, দেশ বাঁচাও৷ নির্বাচনের সময়ে একহাতে টাকা ভিক্ষা দিচ্ছে৷ বিজেপিকে ভোট দিলে সে আপনার অধিকার কেড়ে নেবে, সবাইকে মেরে ফেলবে এরা’৷
এদিন এনআরসি নিয়েও বিজেপিকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘এনআরসি করবে বলছে৷ জনতাকে দেশ থেকে বের করার আগে ওদের ভাবতে হবে কি করা উচিত কি করা উচিত নয়৷ আমি মিথ্যে বললে আমার গলা কেটে দিতে পারো৷ কিন্তু আমি জেনেই বলছি, পাঁচ বছরের জন্য বিদেশি বানিয়ে দেবে৷ তারপর কে এল, কে গেল, তা ভগবানই জানে৷ জোরজবরদস্তি করতে চাইছে৷ যে আমার সঙ্গে সম্মুখ সমরে আসবে সে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে৷ বাংলায় এনআরসি করবে ভাবছে৷ আমি ঢুকতেই দেব না’৷ এরপরেই ‘চেয়ার থেকে গদি থেকে ক্ষমতা থেকে’ বিজেপিকে সরিয়ে ফেলার ডাক দেন মমতা। প্রশ্ন ছুঁড়ে দেন, ‘মোদীবাবু কী নাক ডাকছিলেন, এতোদিন মানুষের কথা শুনতে পাননি’?
