এবছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ২০২০ টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য ভারতের সাঁতারু কুশাগ্র রাওয়াত ‘বি’ স্ট্যান্ডার্ড যোগ্যতামান ছুঁলেন। ব্যাঙ্ককে অনুষ্ঠিত স্পিডো তাইল্যান্ড এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটার ফ্রি-স্টাইল ক্যাটাগরিতে ০৮:০৭.৯৯ সময় করেন কুশাগ্র রাওয়াত। গ্লেনমার্ক টিআইডিএম প্রোগ্রাম ২০১৬ সালে তৈরি করে সাই। তাদের সহযোগী গ্লেনমার্ক অ্যাকোয়াটিক ফাউন্ডেশন। সাঁতারুদের জন্য এই প্রোগ্রাম তৈরি করার অর্থ ছিল ভারতের সাঁতারুরা অলিম্পিকসের মতো বড় আসর থেকে যাতে পদক জিততে পারেন। ২০১৬ সালে কুশাগ্র অ্যাকাডেমিতে যোগ দেন। ৮০০ মিটার ফ্রি-স্টাইলে তাঁর সেরা টাইমিং ছিল ০৮:৪৯.২৪। তিন বছরে ৪২ সেকেন্ড সময় কমিয়ে ভারতের দ্রুততম সাঁতারু এখন তিনি।
ভারতীয় সাঁতারু দক্ষিণ কোরিয়ায় ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করবেন। স্বভাবতই উচ্ছসিত সাই গ্লেনমার্ক প্রোগ্রামের হেড কোচ পার্থপ্রতীম মজুমদার তিনি বলেন, “কুশাগ্রর পারফরম্যান্স প্রমাণ করল ও সঠিক পথে চলছে। বিশেষ করে মিশন ওলিম্পিক পোডিয়াম ২০২০/২৪কে সামনে ওকে ট্রেনিং সূচি সাজাতে হবে”।
২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটার ফ্রি-স্টাইলে ‘বি’ টাইমিং হল ০৮:১০.৯১। টোকিও ওলিম্পিকসে হল ০৮:০৮.৫৪। কুশাগ্র ৪০০ মিটার ফ্রি-স্টাইলে ‘বি’ স্ট্যান্ডার্ড মার্ক ((০৩:৫৬.১০) ছুঁলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য। এই ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা মান ০৩:৫৬.১৪। কুশাগ্র সাই গ্লেনমার্ক টিআইডিএম প্রোগ্রাম কর্মসূচিতে ট্রেনিং নিচ্ছেন। ডাঃ এসপিএম সুইমিং কমপ্লেক্সে ট্রেনিং নেন কুশাগ্র।