‘ছোটবেলায় বাবা-মা’র কাছে সত্যি বলার শিক্ষা পাননি মোদী।’ ভোট প্রচারে নেমে রবিবার পশ্চিম উত্তরপ্রদেশের দেওবন্দের নির্বাচনী জনসভা থেকে ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করলেন রাষ্ট্রীয় লোকদলের নেতা অজিত সিং।
বিরোধী ভোট যাতে ভাগ না হয়ে যায়, তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের বিরুদ্ধে এক ফর্মুলা মেনে নিয়ে লোকসভা নির্বাচনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট গড়েছেন অজিত সিং। রবিবার সেই জোটের তরফে প্রথম নির্বাচনী জনসভার আয়োজন করা হয় মুসলিম প্রধান এলাকা দেওবন্দে। এই সভায় মায়াবতী এবং অখিলেশের সঙ্গে হাজির ছিলেন রাষ্ট্রীয় লোক দলের প্রধানও। সেখানেই তিনি এই দাবি করেন যে, ছেলেকে সত্যি বলতে শেখাননি নরেন্দ্র মোদীর বাবা-মা।
সভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অজিত সিং বলেন, ‘মোদী সাহেব প্রত্যেক মানুষের পকেটে ১৫ লক্ষ টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশের প্রধানমন্ত্রী কি মিথ্যে কথা বলেন? না, উনি মিথ্যে কথা নয় আসল বিষয় হল সত্যি কথা বলেন না। আপনারা বাচ্চাদের সবসময় সত্যি কথা বলতে শেখালেও মোদীর বাবা-মা তাঁকে সেই শিক্ষা দেননি। কর্মসংস্থান থেকে শুরু করে দারিদ্র্য দূরীকরণ, সবক্ষেত্রেই মিথ্যে বলেছেন মোদী।’ তাঁর কটাক্ষ, ‘কর্মসংস্থানের প্রসঙ্গে পকোড়া বিক্রির পরামর্শ দেন তিনি। পকোড়া বিক্রেতা পকোড়া বিক্রি করছেন, আর আপনারা খাচ্ছেন।’
এখানেই না থেমে, ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত মোদী প্রধানমন্ত্রী হিসেবে কী কাজ করেছেন সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর কথায়, “গত ৫ বছরে কী করেছেন মোদী? আসলে তিনি আপনাদের ‘আচ্ছে দিন‘-এর কথা বলেননি। বলেছিলেন নিজের ‘আচ্ছে দিন’-এর কথা।” বিজেপির পশ্চিম উত্তরপ্রদেশে কোনও জনসমর্থন না থাকায় তারা সাম্প্রদায়িক অশান্তি করে ক্ষমতায় এসেছিল বলেও অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, দিনকয়েক আগেও মোদীর ‘ম্যায় ভি চৌকিদার‘ কর্মসূচিকে কটাক্ষ করেছিলেন মুজফফরনগর কেন্দ্রের জোট প্রার্থী অজিত সিং।
সে’সময় তিনি বলেছিলেন, ‘দেশ চৌকিদার চায় না৷ প্রধানমন্ত্রী চায়৷ চৌকিদারের প্রয়োজন হলে নেপাল থেকে নিয়ে আসা যাবে৷’ উত্তরপ্রদেশের ভাগপতে ছেলে জয়ন্ত চৌধুরির সমর্থনে জনসভা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে অত্যন্ত ধূর্ত বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ‘উনি খুব স্মার্ট ও চালাক৷ যদি শ্রীলঙ্কায় যান তাহলে সেখান থেকে ফিরে আসার পর বলবেন রাবণকে মেরে এসেছি৷ কারণ বিজেপির মতে, ওঁর আগে কেউ তো কোনও কাজই করেনি৷ যা করেছেন সব মোদীই করেছেন।’
গতকালের সভায় বিজেপি-কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন মায়াবতী। চৌকিদার ইস্যুতে বিজেপিকে এবং ‘ন্যায়’ প্রকল্প নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, বিদ্বেষের নীতিতে অনুপ্রাণিত বিজেপি। আর কংগ্রেসের নুন্যতম আয়ের প্রকল্প ‘ন্যায়’ তিনি বলেন, কংগ্রেস ৬ হাজার টাকার কথা বলছে আমাদের প্রতিশ্রুতি সরকারি-বেসরকারি ক্ষেত্রে চাকরির।’ কংগ্রেস-বিজেপিকে একযোগে বিঁধেছেন অখিলেশও। তিনি বলেন, ‘আয়নায় ওরা একে অপরের প্রতিবিম্ব। পরিবর্তন আনতে চায় না কংগ্রেস। শুধুই ক্ষমতা চায়।’