জম্মু কাশ্মীরের বারামুল্লাহ জেলার ছোট্টো একটা আধা শহর উরি। ঝিলম নদীর পারে লাইন অফ কন্ট্রোল থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই উরি। এই শহর সংবাদের শিরোনামে উঠে আসে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের জঙ্গি হামলার পর। জঙ্গি হামলার কিছু দিন পরে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা।
ভারতীয় সেনার এই সার্জিক্যাল স্ট্রাইককে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে আরম্ভ করে বিজেপি। রাজনৈতিক ভাবে ফায়দা তোলার জন্যে ভারতীয় সেনার এই সাফল্যকে প্রচার করা হয় মোদী সরকারের সাফল্য হিসাবে।
মুখে মুখে উরির নাম ঘুরলেও ওই শহরের মানুষ দিনের শেষে আশা করে থাকে তাদের জিনিস যেন বিক্রি হয়, উনুনে যেন হাঁড়ি বসে। ওই জায়গার মানুষ স্বপ্ন দেখে একটা ভালো চাকরির। উরির মানুষ সপ্ন দেখে একটু ভালো ভাবে জীবন কাটানোর।
উরির কথা মোদী সরকার বারবার বললেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাননি ওই এলাকার মানুষরা। তারা চাকরি পাবেন কিনা সেই বিষয় কোনো সঠিক উত্তর জানা নেই ওই শহরের মানুষদের। তারা শুধু পেয়েছেন গাল ভরা প্রতিশ্রুতি ও ভুয়ো আশ্বাস।
উরি নিয়ে সিনেমা তৈরি হলেও চরম অনিশ্চয়তায় দিন কাটছে ওই শহরের মানুষদের। সরকার বড় বড় প্রতিশ্রুতি দিলেও কাজের কাজের কাজ কিছু করেনি ওই শহরের মানুষের জন্যে।