চলতি বছরের ফেব্রয়ারি মাসে পাঁচ জন সাফাই কর্মীর সাথে দেখা করেন নরেন্দ্র মোদী। ক্যামেরার সামনে ওই সাফাই কর্মীদের পা ধুয়ে দেন মোদী। দাবি করা হয় কুম্ভ মেলায় নিযুক্ত সাফাই কর্মীদের সন্মান জানাতেই নিজে হাতে পা ধুয়ে দেন মোদী।
নির্বাচন শুরু হতে আর কিছু মাত্র সময় বাকি আর তার আগে সাফাই কর্মীরা নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দিতে চান যে তিনি কথা দিয়েছিলেন এই বছরের মধ্যে ম্যানুয়াল ভাবে বাথরুম, ড্রেন পরিষ্কার করার যে প্রথা তা তুলে দেবেন।
সাফাই কর্মচারীদের আন্দোলনের প্রধান বেজওয়াডা উইলসন বলেন বিগত পাঁচ বছরে সাফাই কর্মীদের জন্যে কিছুই করেননি নরেন্দ্র মোদী। দেশে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ের জন্যে শ্রমিক নিযুক্ত করার বিরুদ্ধে আইন থাকলেও তা যথাযথ ভাবে ব্যবহার করা হয় না। অভিযোগ মূলত সরকারের অনিচ্ছার কারণেই তা হয় না।
সাফাই কর্মচারী আন্দোলন বা এসকেএ অনুযায়ী প্রায় ১,৮০০ জন সাফাই কর্মীর মৃত্যু হয়েছে বিগত দশ বছের অ্যাসফিজাইটিংয়ের কারণে।
কথা দিয়ে যে মোদী সরকার কথা রাখতে পারেনি তা আবার প্রমাণিত হল। মোদী সরকার যে শুধু প্রতিশ্রুতিই দিয়েছে কাজের কাজ কিছুই করেনি তা প্রমাণ করল সাফাই কর্মীরা।