এক পুলিশ কনস্টেবলকে হুমকি দেওয়ার অভিযোগে ফের বিতর্কে জড়ালেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। শনিবার প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন প্রার্থী। সেখানেই রাইফেলধারী এক কনস্টেবলের কাছে পরিচয়পত্র দেখতে চান তিনি। কনস্টেবলের আইডি কার্ড দেখতে না পাওয়ায় তাঁকে তীব্র তিরস্কার করে বলেন, আই কার্ড পকেটে না নিয়ে তিনি কী ভাবে ডিউটি করতে আসেন।
ঘটনা সম্পর্কে সাফাইও দেওয়া হয়েছে বিজেপির তরফে। বলা হয়েছে, পুলিশ কর্মী নিজের পোশাকে ছিলেন না। গেঞ্জি পরিহিত অবস্থায় বন্দুক নিয়ে ঘুরছিলেন সেই কনস্টেবল। সেই সময় ওই কনস্টেবলের কাছে পরিচয়পত্র দেখতে চান কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কিন্তু সে ঘটনার সত্যতা কতটা তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার সমালোচনা করেছে তৃণমূল। তাঁরা দাবি করেছে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই ঘটনায় পুলিশকে ব্যবস্থা নিতে হবে।
কোচবিহারের রাস মেলার মাঠে যেখানে প্রধানমন্ত্রী সভা করবেন, তার ঠিক পাশেই সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চ তৈরির কাজও প্রায় শেষ। সেখানে পাহারার বন্দোবস্তও করা হয়েছে। অভিযোগ, বিজেপি নেতা কর্মীদের দেখে সেখান থেকে নাকি সরে যাওয়ার কথা বলেন পুলিশরা। কিন্তু সে ঘটনাও যে কতটা সত্যি, তা কেউ জানেনা।