পুরুলিয়ার গুড়গুড়িয়া স্টার স্পোর্টিং ক্লাবে তৃণমূল প্রার্থী ডঃ মৃগাঙ্ক মাহাতোর সমর্থনে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সভামঞ্চ থেকে তিনি তোপ দাগলেন বিজেপির অকর্মন্যতা নিয়ে, বিন্দুমাত্র উন্নয়ন না করার জন্য তোপ দাগলেন মোদীকে এবং একইসঙ্গে তুলে ধরলেন মমতার উন্নয়নের খতিয়ান৷
বক্তৃতা দিতে গিয়ে অভিষেক বলেন, সাধারণ মানুষের জন্য যদি কেউ কাজ করে থাকেন তা হল একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদীরা বহুরুপী৷ একেক জায়গায় একেক রকম কথা বলেন৷ অভিষেক জানান, মোদী উত্তরপ্রদেশে একরকম বলছেন আবার বাংলায় এসে উল্টো সুর গাইছেন৷
অভিষেক আরও বলেন, যে যোগী বাংলায় এসে বলেছিলেন তিনি বিবেকানন্দ, রামকৃষ্ণের আদর্শে দীক্ষিত তাঁরাই বেলুড় মঠকে ন্যূনতম সম্মানটুকু দেননি৷ এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল রুপ৷ ওদের মুখে এক আর কাজ অন্য৷
বিজেপিকে কটাক্ষ করে অভিষেক জানান, “ওরা ভেবেছিল মানুষকে বোকা বানিয়ে রাখবে৷ উন্নয়নের প্রতিশ্রুতি দিলেই মানুষ তা মেনে নেবে৷ কিন্তু ওরা নিজেরাও বুঝতে পারছে যে মানুষ আর চাইছে না ওদের কারণ ওরা কোনও কাজ করেনি৷ সাধারণ মানুষের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷”
অভিষেক আরও জানান, “ওরা বলে জয় শ্রীরাম, আমি বলি জয় শ্রীরাম, ২৩ তারিখের পরে মানুষ তোমাদের পাঠাবে অন্য ধাম৷ ওরা মিথ্যাবাদী৷ মানুষ ওদের চায়না আর৷ বিজেপির আমলেই আরও খারাপ হয়েছে মানুষের হাল”৷
উন্নয়ন প্রসঙ্গেও মোদীকে তুলোধনা করলেন অভিষেক৷ জানালেন, ” আচ্ছে দিনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তো ক্ষমতায় এসেছিলেন, কোন কাজটা করলেন? একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই রেখেখেন তাঁর যাবতীয় প্রতিশ্রুতি৷ তাই গর্জে উঠুন ভোটবাক্সে আপনারা সকলে”৷ এই সভায় অভিষেকের ভাষণ শুনতে ভীড় হয়েছিল চোখে পড়ার মত৷