কোনো সাধারণ জনসভা হোক অথবা রাজনৈতিক প্রচার বিজেপির পক্ষ থেকে সবসময় বলা হয়েছে নারী শক্তির কথা। বিজেপির নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবে বহুবার তুলে ধরা হয়েছে দেশের নারীদের জন্যে করা বিজেপি সরকারের কাজের খতিয়ান। মুখে বললেও বাস্তব চিত্রটা যে সম্পূর্ণ আলাদা তা আরো একবার প্রমাণ হয়ে গেল এক মহিলার করা অভিযোগে।
মধ্যপ্রদেশের এক মহিলা অভিযোগ করেন যে বিজেপির গুনার বিধায়ক গোপিলাল জাতভের নাতি বিবেক জাতভ অশ্লীল ব্যবহার করে তার সঙ্গে। ওই মহিলা অভিযোগ করেন বিগত দেড় বছর ধরে বিবেক জাতভের নিগ্রহের শিকার তিনি। মহিলার অভিযোগ বিজেপি নেতার এই নাতি বাড়িতে অস্ত্র নিয়ে চড়াও হয় এবং মা,বাবাকে হত্যা করার হুমকি দেয়। মহিলার আরো অভিযোগ বিবেক জাতভ অ্যাসিড হামলা করে তার ওপর।
বিজেপির বিরুদ্ধে এর আগেও বহুবার অভিযোগ উঠেছে মহিলাদের যথাযথ সন্মান না দেওয়ার। অতীতে একাধিকবার বিজেপি নেতা,কর্মী ও বিজেপি ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মহিলাদের নিগ্রহ করার।