আইএসএলের চরম ব্যর্থতা সুপার কাপে ভুলিয়ে দিচ্ছে বলবন্ত ও তাঁর টিম। ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ যখন আই লিগের সাত টিম বয়কট করেছে সুপার কাপ, তখন ভাঙা হাটে একাই জমিয়ে দিয়েছেন এটিকের বলবন্ত। রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে করেছিলেন একটা গোল। দিল্লির বিরুদ্ধে হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকই বদলে দিয়েছে বলবন্তের জীবন৷
ভুবনেশ্বর থেকে ফোনে বলবন্ত বললেন, ‘আমি এখনও পর্যন্ত কিছুই করতে পারিনি। দুটো ম্যাচে গোল করা এমন কিছু নয়। ব্যক্তিগত ভাবে যদি বলেন, বলব আমি ধারাবাহিকতা খুঁজছি।’
২০০৭ সালে চার্চিল ব্রাদার্সের হয়ে আই লিগে উত্থান। তাঁর চমকপ্রদ পারফরম্যান্সের জোরে তারকা হয়ে যান ওই বছরই। আই লিগ টিম হোক আর ভারতীয় দল, সাফল্য পাচ্ছিলেন নিয়মিত। মুম্বই ঘুরে এ বছরই কলকাতায় পা দেওয়া বলবন্ত কেন সাফল্য পাচ্ছিলেন না? তিনি বললেন, ‘টিম হিসেবে আমরা নিজেদের মেলে ধরতে পারছিলাম না। শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে বসেছি অনেক ম্যাচ। এক-দু’জন কিছুটা খেলার চেষ্টা করছিল।’ সঙ্গে জুড়লেন, ‘আমি নিজেও পারছিলাম না। সুযোগ তৈরি হচ্ছিল। কিন্তু গোলের সামনে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছিলাম।’
কলকাতাকে শেষ চারে তুলে নিয়ে যাওয়া বলবন্ত ট্রফি দিতে চাইছেন কলকাতাকে। ভারতীয় স্ট্রাইকার বলে দিলেন, ‘আইএসএলের ব্যর্থতা সুপার কাপেই মেটাতে চাই। বাংলার কোনও টিম এ বার কোনও সর্বভারতীয় ট্রফি পায়নি। এটিকে সুপার কাপ জিতলে বাংলার ফুটবলকে বরং কিছু দেওয়া হবে।’