এবার নবীন পট্টনায়কের কাছে ফিটনেসের গোল খেলেন মোদী৷ মোদীর ফিটনেস নিয়ে দীর্ঘদিন প্রচার করেছে বিজেপি৷ এবার মোদীর থেকে বয়সে বড় হয়েও পট্টনায়ক দেখিয়ে দিলেন বুড়ো হাড়ের ভেলকি৷
ওড়িশার শাসক দল বিজেডি প্রকাশ করল একটি ভিডিয়ো। আর তাতে দেখা যাচ্ছে, ৭৩ বছরের নবীন পট্টনায়েক যেন সত্যিই নবীন। বিজু জনতা দলের পক্ষ থেকে ওই ভিডিওতে বলা হয়েছে, তিনি তৈরি লড়াইয়ের জন্য।
ভিডিওতে দেখা যাচ্ছে কালো টি শার্ট, গাঢ় ছাই রঙের ট্রাউজার পরে শরীর চর্চা করছেন নবীন পট্টনায়েক। নামকাওয়াস্তে নয়। একেবারে ঘাম ঝরিয়ে। কখনও হাতের ভরে ঝুলছেন, কখনও দু’হাতে ডাম্বেল তুলছেন। কখনও জগিং করছেন বাড়ির লনে, কখনও ট্রেডমিলে। এ বার ওড়িশায় লোকসভা ভোটের সঙ্গেই হবে বিধানসভার ভোট। তাই বাড়তি চাপ তো বটেই। নবীনবাবু ওড়িয়া ভাষা প্রায় একেবারেই ওড়িয়া ভাষা বলতে পারেন না। এবং তাঁর পোশাক বলতে গোটা দেশই জানে সাদা গোলগলা পাঞ্জাবি এবং ধুতি। সেই পোশাকের সঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রীর এই পোশাক একেবারেই মেলে না। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, “সিএম সাহেবকে তো চেনাই যাচ্ছে না!”
ভোটের আগে নেতাদের ফিটনেস রাখতে হয় তুঙ্গে। নাহলেই প্রতিপক্ষ চেপে ধরতে পারে। তাই ভোটের আগে বিজু জনতা দলের পক্ষ থেকে ভিডিয়ো প্রকাশ করে জানান দেওয়া হল, সেনাপতি একদম তৈরি৷