‘আগে চা-ওয়ালা ছিলেন। এখন চা বানানো ভুলে চৌকিদারি করছেন।’ ফালাকাটার প্রচার সভা থেকে এভাবেই মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে ‘বসন্তের কোকিল’ এবং ‘মহম্মদ-বিন-তুঘলকের ঠাকুরদা’ বলেও এদিন ফের তোপ দাগেন মমতা।
প্রচার সভা থেকে মমতা বলেন, ‘চিটফাণ্ড কাণ্ডে বচেয়ে বড় অভিযুক্তের সঙ্গে আপনি নিজে মিটিং করছেন৷ আগে নিজের ঘরের দিকে তাকান৷ বিজেপির নেতা সারদা নারদার নেতা৷ লোকদেখানো চাওয়ালা ছিলেন আপনি৷’ রাজ্যে বহিরাগত মানুষ ঢুকছে বলে স্থানীয়দের সতর্ক করেন এদিন তৃণমূল নেত্রী৷ মমতা বলেন, ‘রাজস্থান উত্তরপ্রদেশ থেকে লোক এসে বসে আছে৷ আপনাদের ওপর নজরদারি করছে৷ সাবধানে থাকুন।’
মোদীর বিরুদ্ধে স্লোগান তুলে মমতা বলেন, ‘চৌকিদার লুটেরা হ্যায়৷ বিজেপি বসন্তের কোকিলের মতো৷ বাংলাই দিল্লীতে সরকার গঠন করবে৷ বাংলা দখল করতে ওরা এখানে আরএসএসকে ঢোকাচ্ছে। কিন্তু বাংলাই পথ দেখাবে গোটা দেশকে৷ পাঁচ বছরে চাওয়ালা থেকে নকল চৌকিদার হয়েছেন দেশের প্রধানমন্ত্রী৷’
উত্তরবঙ্গে উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, ‘নতুন জেলা আলিপুরদুয়ারে বিশ্ববিদ্যালয় হয়েছে, হাসপাতাল হয়েছে৷ কিন্তু বিজেপি বসন্তের কোকিল৷ এরা থাকলে মানুষের কোনও কাজ করবে না৷ এদের কাছে কৈফিয়ৎ দাবি করুন৷ কেন গোটা দেশে হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছে৷ কিন্তু বাংলায় এরকম কোনও ঘটনা নেই৷’ টাকার বিনিময়ে বিজেপি ভোট করাচ্ছে অভিযোগ তুলে মমতা বলেন, ‘টাকা নিয়ে বিজেপিকে ভোট দেওয়ানোর ছক কষেছে গেরুয়া শিবির৷ মিছিলে লোক ভরানোর জন্য ১০০০ টাকা করে দেওয়া হয়েছে৷ কিন্তু একের পর এক মিথ্যা কথা বলেছে বিজেপি৷ প্রতিশ্রুতি মতো অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা আসেনি৷ শপিং মল, পার্টি অফিস তৈরি হয়েছে৷ কিন্তু মানুষের জন্য কিছু হয়নি৷’
