বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর তমলুক লোকসভার অন্তর্গত মহিষাদল, নন্দকুমার ও হলদিয়াতে কর্মীসভা করলেন। শুক্রবার নন্দকুমারে আয়োজিত ওই কর্মী সভায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর বলেন, “এই যুদ্ধটা হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের। এই যুদ্ধে আপনারা বীর ‘অভিনন্দন’র মতো সৈন্য। তৃণমূল রাজ্যে গণতন্ত্রকে হত্যা করে পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে। আমাদের প্রথম লক্ষ্য হবে মানুষের যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়া। তার জন্য এই যুদ্ধে প্রথম কারিগর হলেন বিজেপির কার্যকর্তারা।”
মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারী অবশ্য বলেন, “লোকসভা ভোটে বিজেপির হার নিশ্চিত।তাই এইসব উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে। তবে বিজেপিকে আমরা কোন গুরুত্বই দিচ্ছি না। আমরা বিয়াল্লিশে ৪২টি আসনই পাব”। এই ঘটনায় অনেকেই বলছেন, বিজেপির যে মাথা খারাপ হয়ে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।