রাজধানী এক্সপ্রেসের দিকে ফের অভিযোগের তীর। রাজধানীর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল কমপক্ষে ২০ জন যাত্রী৷ নয়াদিল্লী-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসে রবিবার এই ঘটনাটি ঘটেছে৷ পরিষেবা নিয়ে রাজধানীতে এই ঘটনার জেরে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা৷ বোকারো স্টেশন থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা৷ রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তায় তাঁদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আসে৷ সূত্রের খবর অনুযায়ী, অসুস্থদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে৷ অসুস্থদের নিয়ে তড়িঘড়ি ট্রেনটি বোকারো স্টেশনে থামলে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর কয়েকজন সুস্থ হলেও, বেশ কয়েকজনের শারীরিক পরিস্থিতি ঠিক হয়নি বলে সূত্রের খবর।
রেলের মুখপাত্র জানিয়েছেন, অসুস্থরা এখন ভালো রয়েছেন৷ আইআরসিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে সংশ্লিষ্ট ট্রেনের প্যান্ট্রি কার থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ খাবারের গুণগত মান খতিয়ে দেখা হবে এবং দোষীরা অবশ্যই শাস্তি পাবে।
রাজধানীর যাত্রীদের অভিযোগ, ‘রাতে তাঁদের যে খাবার দেওয়া হয়েছিল, তা খাওয়ার পরেই শারীরিক অস্বস্তি শুরু হয়৷ বিশেষ করে বি থ্রি, বি ফাইভ, বি সেভেন ও বি নাইন বগিগুলির যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন৷ শুরু হয় পেটে ব্যাথা, বমি ও পেটখারাপ৷ বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হয়ে পড়ে৷ তারপরেই ট্রেন থামে বোকারো স্টেশনে৷ অসুস্থদের নামিয়ে দেওয়া হয়৷ শুরু হয় চিকিৎসা’।