হাওয়া যে বিজেপির বিপক্ষে বইছে সেটা বুঝতে পেরেই কী দেশ জুড়ে প্রচার করার সঙ্গে সঙ্গে ভয় দেখিয়ে ভোট আদায় করার পথ বেছে নিয়েছে বিজেপি। ভয় দেখিয়ে ভোট আদায় করার খেলাতে বিজেপি সোজাসুজি ভাবে যুক্ত না হলেও ব্যবহার করছে অন্য শক্তিকে। নির্বাচনের আগে ‘কুকি ন্যাশনাল আর্মির’ পক্ষ থেকে গ্রামের প্রধানদের হুমকি দিয়ে বলা হয় বিজেপির পক্ষে যেন ৯০ শতাংশ ভোট পড়ে। এই ঘটনাটি ঘটেছে মণিপুরে। বলা হয় যেমন বলা হয়েছে তেমন কাজ না হলে কড়া শাস্তি দেওয়া হবে প্রধানদের।
কেএনএ – র কমান্ডার থাংবই হাওকিপ এই ফরমান জারি করে। তিনি হুমকির সুরে বলেন প্রয়োজনে হলে হিংসার পথও বেছে নেওয়া হবে। নির্বাচনের দিন বা ১১ এপ্রিলের জন্যে ২০০ জন মহিলাকে নিয়ে তৈরি বিশেষ দলকে নিয়োগ করা হয়। হুমকি দিয়ে বলা হয় কথা মত কাজ না হলে মহিলা, পুরুষ কাউকে ছাড়া হবে না।
‘কুকি ন্যাশনাল আর্মি’ এবং তার শাখা কেএনএ তৈরি করা হয় ১৯৮৮ সালে। এই কেএনএ – র সদস্য প্রায় ৬০০ জন।
রাজনৈতক মহলে প্রশ্ন উঠতে শুরু করে পরাজয়ের ভয় পেয়েই কী বিজেপি ব্যবহার করছে কেএনএকে। প্রচারে কাজ হবেনা মেনে নিয়েই কী বিজেপির এই পদক্ষেপ। এই বিষয় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।