ছয়ে ছয়। না এটা কোন জয়ের হিসাব নয়। আইপিএলের এই মরসুমে টানা ছয় ম্যাচ পরাজয় হল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। ঘরের মাঠেও তারা মরসুমের প্রথম জয়ের স্বাদ পেল না। ম্যাচ শেষে বিরাট কোহলির হতাশাই যেন সব কিছু ছাপিয়ে গেল।
টসে হেরে প্রথমে ব্যাট করে বিরাট বাহিনী ৮ উইকেট খুইয়ে তোলে ১৪৯ রান। ওপেন করতে নেমে রান পাননি পার্থিব প্যাটেল (৯)। সর্বোচ্চ স্কোর বিরাটেরই। ৩৩ বলে ৪১ করে যখন তিনি শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তখন আরসিবির স্কোর ১৩৩-৫। ডেভিলিয়ার্স (১৭), স্টোনিস (১৬) কেউই সেভাবে রান পান নি। মইন আলি (৩২) চেষ্টা করলেও তা খুব একটা কাজে আসে নি। শেষ তিন ওভারে এসেছে মাত্র ১৬ রান। দিল্লীর হয়ে ৪ উইকেট নেন রাবাডা। মরিস নেন ২ টি উইকেট আর অক্ষর প্যাটেল ও ল্যামিছনের ঝুলিতে একটি করে উইকেট।
সাউদি দিল্লীর ওপেনার ধাওয়ানকে ০ রানে তুলে নিয়ে একটা ধাক্কা দিয়েছিল। কিন্তু পৃথ্বী সাউ ও অধিনায়ক শ্রেয়স আইয়ার সামলে নেন ধাক্কাটা। আর খুব সহজভাবেই ৭ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে ফেলে দিল্লী। দিল্লীর হয়ে সর্বোচ্চ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। ৫০ বলের ৬৭ রানের ইনিংস সাজানো ছিল ৮ টা বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারি দিয়ে। আরসিবির হয়ে সাইনির পকেটেই সর্বোচ্চ ২ টি উইকেট।
লো-স্কোরিং ম্যাচে যে প্রতিরোধ তুলে ধরা উচিত তা দেখাতে পারে নি ব্যাঙ্গালোরের বোলাররা। ধাওয়ানের উইকেট ছাড়া আর কোনোভাবেই ম্যাচে ফিরে আসতে পারে নি আরসিবি। ব্যাঙ্গালোরের প্লে অফ-এর আশা নেই বললেই চলে যদি না মীরাক্কেল ঘটে। এখন দেখার কোথায় শেষ করে তারা এই টুর্নামেন্ট।