আর মাত্র কিছুদিন পরেই শুরু হয়ে যাবে লোকসভা ভোট। জোরকদমে প্রচার করছেন তৃণমূলের সব প্রার্থীরাই। প্রথম থেকেই প্রচারে ঝড় তুলছেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর। মহল্লায় মহল্লায় গিয়ে জনসংযোগ সারছেন মৌসম। কথা বলছেন সকলের সঙ্গে।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই প্রচার শুরু করেছিলেন মৌসম বেনজির নূর। দোলের দিনেও নিজের এলাকাবাসীর সঙ্গে রঙের উৎসবে মেতে এক দফা প্রচার সেরেছিলেন তিনি। মালদহ কলেজের বসন্ত উৎসবেও যোগ দেন মৌসম। মানুষের আশীর্বাদে, ভালোবাসায় রঙিন হয়ে ওঠেন তিনি।
মৌসমের গাড়ি গ্রামে পৌঁছতেই উল্লাস তৈরি হয় সকলের মধ্যে। গ্রামের মহিলারা ফুল-মালায়-উলুধ্বনিতে আপন করে নেন তাঁকে। গাড়ি থেকে তিনি নামতেই ফুলের মালা পরিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে বরণ করা হয় মৌসমকে। এরপরে হাসিমুখে এগোতে থাকেন গ্রামের পথ ধরে, হাত মেলান প্রত্যেকের সঙ্গে।
তাঁর পথসভাকে ঘিরে সাধারণ মানুষের এই উচ্ছ্বাস ছিল চোখে পরার মত। এই গাজোল থেকেই তৃণমূল কংগ্রেসের জার্সিতে নতুন ইনিংস মৌসম বেনজির নূরের। গত পাঁচ বছরে এই রাস্তা দিয়ে তাঁর যাতায়াত ছিল। তাই ভোলেননি গ্রামীণ অলি-গলি। হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে গিয়েছেন যখন-তখন। আবদার মেটাতে অটোগ্রাফ দিলেন। কোলে তুলে নিলেন ছোট্ট শিশুকে। আরসঙ্গী ছিল মানুষের সমর্থন। যা বুঝিয়ে দিচ্ছিল মানুষের আস্থা রয়েছে উন্নয়নেই।