পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১১৪০০ কোটি টাকার তছরুপ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করল শিবসেনা। দলের মুখপাত্র সামনা অভিযোগ করেন যে পিএনবি দুর্নীতির কান্ডারি নীরব মোদী বিজেপির ‘সঙ্গী’ ছিল এবং লোকসভা ভোটের উদ্দেশ্যেই দলের হয়ে টাকা তুলত।
মুখপাত্র এই অভিযোগ করতে গিয়ে ব্যাখ্যা দিয়েছেন, ” জানুয়ারিতে দেশ ছাড়ার কিছু সপ্তাহ আগেই নীরব মোদীকে প্রধানমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের দাভসে দেখা গেছে তাঁকে। বিজেপির সঙ্গী হয়ে ভোটের আগে সামনে থেকে দায়িত্ব নিয়ে টাকা তুলেছে নীরব।”
শিবসেনা আরও অভিযোগ করে যে দেশে হীরে ব্যবসায়ীরা বিজেপির সাহায্যে মাথা তুলে উঠেছে। নীরব মোদীর মত এই রকম অনেকের হাত ধরেই বিজেপি উঠছে এবং জিতেছে বহু নির্বাচনে।
সামনা অকপটে বলেন, ” আগেই নীরবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। এরপর তিনি কিভাবে অন্য শিল্পপতির সাথে দাভসে যান এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন?” প্রধানমন্ত্রীর স্লোগান ‘না খাবো আর না খেতে দেব’ এটাই ঘুরিয়ে এই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে বলে মনে করেন শিবসেনা দলের মুখপাত্র।
এনডিএ সরকার যে বিজ্ঞাপন প্রচার করছে এবং এই প্রচার চালাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। মহারাষ্ট্রে এবং কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সদস্য হওয়া সত্ত্বেও সেনা তার বেশ কয়েকটি নীতি সিদ্ধান্ত নিয়ে মোদী সরকারের সমালোচনা করেছে। সেটাই আবার উঠে এল সেনার এই অভিযোগে।