শনিবার যোগী আদিত্যনাথ – সহ বিজেপি নেতা ও অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ।
মুসলিম লিগ অভিযোগ করে বিজেপির পক্ষ থেকে কুরুচিকর মন্তব্য করা হয় তাদের দলকে উদ্দেশ্য করে। তারা অভিযোগ করে এই ধরনের মন্তব্য করা হয়েছিল রাহুল গান্ধী কেরলের ওয়ানাদ কেন্দ্রের জন্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর। মুসলিম লিগের পক্ষ থেকে খোরা্রম এ ওমের এবং হ্যারিস বেরান স্মারকলিপি জমা দেন নির্বাচন কমিশনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়ে।
মুসলিম লিগ অভিযোগ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী একটি টুইট করে অপপ্রচার করেন মুসলিম লিগের বিরুদ্ধে। যোগী আদিত্যনাথ সম্প্রতি টুইট করে ভাইরাসের সঙ্গে তুলনা করেন মুসলিম লিগের। তিনি বলেন এই ভাইরাসে আক্রান্ত হলে বাঁচার কোনো উপায় নেই।
মুসলিম লিগের অভিযোগ বিজেপি নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগকে অল ইন্ডিয়া মুসলিম লিগের সাথে গুলিয়ে দিয়ে। তারা বলেন অল ইন্ডিয়া মুসলিম লিগ সম্পূর্ণ অন্য একটি দল যার কোনো অস্তিত্ব নেই দেশ ভাগ হওয়ার পর থেকে।
নির্বাচন কমিশনের কাছে মুসলিম লিগের পক্ষ থেকে আর্জি জানানো হয় যে ব্যবস্থা গ্রহণ করা হোক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য, অভিনেত্রী কোয়েনা মিত্র – সহ অন্যান্যদের বিরুদ্ধে। এর সঙ্গে দাবি করা হয় উল্লেখিত সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার।