বিশাখাপত্তনমে একটি জনসভায় এক বিস্ফোরক আশঙ্কা ব্যক্ত করলেন তেলুগু দেশম পার্টির সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু। সভায় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আগামিকাল অথবা পরশু আমাকে হয়ত গ্রেফতার করা হতে পারে”। লোকসভা নির্বাচনের ঠিক আগেই এই মন্তব্য বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সামনেই লোকসভা নির্বাচন। তার আগে জাতীয় রাজনীতিতে উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতেই নিজের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। আগামী এক–দু’দিনের মধ্যেই হয়ত তাঁকে গ্রেফতার করা হতে পারে। এমনটাই আশঙ্কা তাঁর। চন্দ্রবাবুর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে নানা ভাবে হেনস্থা করে চলেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আগামিকাল অথবা পরশু আমাকে হয়ত গ্রেফতার করা হতে পারে। জেলে যেতে হলে যাব। তার জন্য আমি একটুও ভীত নই।’
মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি আরও বলেন, বিরোধীদের বিরুদ্ধে প্রথমে আয়কর দফতর, পরে ইডি, সিবিআই, আরবিআই আর এখন নির্বাচন কমিশনকে ব্যবহার করে গণতন্ত্রকে অপমান করছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন প্রথমে একজন কালেক্টরকে সরাল, তারপর তিনজন আইপিএস অফিসারকে বদলি করল, যার মধ্যে রয়েছেন একজন ডিজিও। আর এবার তাঁরা কোনও কারণ ছাড়াই মুখ্যসচিবকেও সরিয়ে দিল। এভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারে না। কারোর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করা সাজে না নির্বাচন কমিশনের।’
অন্ধ্রের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কিছুক্ষণ আগেই আয়কর দফতরের আধিকারিকরা চন্দ্রবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ এবং রাজ্যসভার সদস্য সিএম রমেশের কাদাপা জেলার বাড়িতে হানা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই এহেন মন্তব্য করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি নির্বাচন কমিশন যেভাবে তাঁর মুখ্যসচিব অনিলচন্দ্র পুনেথাকে সরিয়ে দিয়েছে, সেটা নিয়েও সমালোচনা করেন নাইডু।