ভোটের আবহে আবারও প্রকাশ্যে এল বিজেপির দলীয় কোন্দল। প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকেই বিক্ষোভ দেখিয়েছেন দলীয় কর্মী সমর্থকেরা। এই উড়ে এসে জুড়ে বসা কিছুতেই মেনে নিতে পারেননি তাঁরা। আগেও সায়ন্তন বসুর প্রার্থী হওয়া নিয়ে পোস্টার দিয়েছিলেন তাঁরা এবার কালো পতাকা দেখানো হল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কে।
শুক্রবার খণ্ডঘোষের কৈয়র পঞ্চায়েতের তোড়কোণা গ্রামে প্রচারে গিয়েছিলেন সৌমিত্র। কর্মী সমর্থকদের নিয়ে হেঁটে প্রচার করতে করতে তিনি যান তোড়কোণা বাজারে। সেখানেই সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখান বিজেপি কর্মীরা। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। পাশাপাশি ‘চৌকিদার চোর হ্যায়’ বলেও স্লোগান ওঠে। ঘটনায় সাময়িক উত্তেজনাও ছড়ায় ওই এলাকায়। তবে, পুলিশ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি।
গত বৃহস্পতিবার দেখতে হয়েছিল ‘ চৌকিদার চোর হ্যায় ‘ প্ল্যাকার্ড। আর শুক্রবার প্রচারে এসে শুনতে হল গো ব্যাক স্লোগান। এমনকী দেখতে হল কালো পতাকাও। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা এলাকায় প্রচারে এসে বারবারই অস্বস্তির মুখে পড়ছেন। বিজেপির কর্মীরাই তাঁকে মানতে পারছেন না। তাই কালো পতাকা দেখানো হয় তাঁকে। দেওয়া হয় গো-ব্যাক স্লোগানও।
ভোটের আগেই এই ঘটনা আবারও দেখিয়ে দিল গেরুয়া শিবিরের অন্দরমহলের হাল ঠিক কতটা বেহাল। বাইরে যতই হম্বিতম্বি করুক মোদী, ঘর কিন্তু নড়বড় করছে।