মোদীর ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে প্রচার করেছে বিজেপি। কখনো মোদীর যোগাসনের ভিডিও কখনো ছবি আবার কখনো মোদীর ৫৬ ইঞ্চির ছাতি। মোদীর ফিটনেস মন্ত্র দেশবাসীর কাছে জাহির করা হয়েছে বহুবার। তবে এবার মোদীর ফিটনেস মন্ত্রকে টক্কর দিতে পারে আরেকজন। মোদীকে মোক্ষম জবাব দিতে লোকসভা ভোটের আগে নিজের ফিটনেস ভিডিও প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। নবীন পট্টনায়ক এখনো অবিবাহিত। ওড়িশায় তাঁর জনপ্রিয়তা কোন পর্যায়ে রয়েছে তা তাঁর কার্যকাল দেখেই বোঝা যায়।
বয়সে মোদীর থেকে বড় হলেও ফিটনেসে এখনও তাঁকে সমান টক্কর দিতে পারেন নবীন পট্টনায়ক। সোশ্যাল মিডিয়ায় নবীনের যে ফিটনেস ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা দিয়েছে ৭৩ বছরের মুখ্যমন্ত্রী ঢোলা কালো রঙের একটি টি–শার্ট এবং একটি ট্র্যাক প্যান্ট পরে শরীরচর্চা করছেন। নিজের শরীর চর্চার ভিডিওয় নবীন বলেছেন ওড়িশাবাসীর জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত আমি। নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে নবীনের শরীরচর্চার এই ভিডিও প্রকাশ করার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিও। অনেকেই বিশ্বাস করতে পারছেন না ধুতি পাঞ্জাবী পরা আপাত শান্ত নিরীহ মুখ্যমন্ত্রী এভাবে শরীর চর্চা করেন। এক ভিডিওতেই মোদীর পয়েন্ট ধাপে ধাপে নেমে গিয়েছে। এবার আর নিজের ফিটনেস মন্ত্র জাহির করে ভোটারদের মন জয় করতে পারবেন না মোদী।