সপ্তদশ লোকসভা দোরগোড়ায়। আর সেখানে প্রার্থী তালিকা করতে গিয়েই বিপাকে পড়েছে গেরুয়া শিবির। দলের মধ্যে বিদ্রোহ ও নাশকতার আশঙ্কা ভাঁজ ফেলেছে মোদী-শাহের কপালে। সেই কারণেই প্রার্থী তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে ৭১ জন সাংসদের নাম। ২০১৪ লোকসভা ভোটে জয়ীদের প্রায় এক তৃতীয়াংশকেই ভোটে দাঁড় করাচ্ছে না বিজেপি শিবির।
লোকসভা নির্বাচনে ৪০০টি আসনে প্রার্থী দিচ্ছে বিজেপি, তার মধ্যে ৭১ টি আসন থেকেই পুরোনো প্রার্থীদের নাম তুলে নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। সেখানেই চিন্তা বাড়চ্ছে আরো। এরফলে গৃহযুদ্ধ লাগতে পারে বলেও মনে করছে দলের একাংশ। বাতিল সাংসদরা নিজের এলাকাতে যত জনপ্রিয় ততই বাধার সম্মুখীন হবে দল।
সম্ভবত অমিত শাহ-ই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন অনেকে। প্রশ্ন উঠছে কিসের ভয় পাচ্ছে মোদী-শাহ? দলের অন্তর্কলহ কত বাড়বে নির্বাচনের আগে চিন্তিত মোদী-শাহ জুটি।