আইপিএলের পাশাপাশি শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে অর্থাৎ দুই দেশে দু’টি পৃথক টুর্নামেন্ট খেলে ২৪ ঘন্টার মধ্যে মোট দশটি উইকেট তুলে নিলেন লাসিথ মালিঙ্গা। বিশ্বকাপের আগে যখন ক্রিকেটাররা বাড়তি পরিশ্রম করতে চাইছেন না একদম, তখন মালিঙ্গা জেটল্যাগের তোয়াক্কা না করে মন ভরে কেবল ক্রিকেটটা খেলছেন৷ বুধবার রাতে আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচ খেলেই তিনি আবার শ্রীলঙ্কায় উড়ে যান। দ্বীপরাষ্ট্রে নেমেই সকালে ক্যান্ডিতে ঘরোয়া ক্রিকেট মাঠে নেমে পড়েন।
ধোনির বিরুদ্ধে ম্যাচে তিন উইকেট নেন তারপর ক্যান্ডিতে টুর্নামেন্টে সাত উইকেট নেন তিনি। সব মিলিয়ে ২৪ ঘন্টার মধ্যে ১০ উইকেট নিয়ে নজির গড়লেন শ্রীলঙ্কার পেসার৷ প্রসঙ্গত, শ্রীলঙ্কায় মুম্বইয়ের টুপি পরেই মাঠে খেলতে নামেন মালিঙ্গা।