নির্বাচনের আগে মোদীর উপর বেজায় চটেছেন আহমেদ প্যাটেল। তিনি বলেন যে প্রধানমন্ত্রী অত্যন্ত নোংরা স্তরের রাজনীতি করছেন৷ মোদীর রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর ক্ষোভে উঠে এসেছে যে প্রধানমন্ত্রী সম্পর্কে সবাই জানেন, তিনি কেমন ব্যক্তি৷ নর্দমা স্তরের রাজনীতি করেন মোদী৷
সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মোদীকে হুঁশিয়ার করেছেন প্যাটেল। তিনি বলেন, “যদি আমি দোষী হই, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখাক৷” কোনো ভাবেই পিছিয়ে আসতে রাজি নন গুজরাটের শেষ মুসলিম সাংসদ আহমেদ প্যাটেল।
প্রসঙ্গত, ২০০৭ সালে মনমোহন সিং সরকারের আমলে একটি চুক্তি সাক্ষর হয়। মোট ৩,৬০০ কোটি টাকার এই চুক্তিতে ১২’টি বিলাসবহুল হেলিকপ্টার কেনার কথা হয়েছিল। যেগুলি ব্যবহার করবেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী সহ অন্যান্য প্রশাসনিক গণ্যমান্যরা। মোদীর এই অভিযোগের পাল্টা আক্রমণে সরব হন প্যাটেল। ভোটে জিততে কুৎসিত রাজনীতিতে লিপ্ত হয়ে উঠেছে মোদী। যা কখনই কাম্য নয় দেশের একজন প্রধানমন্ত্রীর থেকে।