বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোর অন্যতম প্রধান অস্ত্র রাফায়েল যুদ্ধ বিমান কেলেঙ্কারি। নাগপুরের একটি জনসভায় সেই অস্ত্র আবার ব্যবহার করে বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী।
বৃহস্পতিবার নাগপুরের জনসভা থেকে কংগ্রেস সভাপতি অভিযোগ করেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর অনেক কিছুই জানতেন রাফায়েল চুক্তিকে ঘিরে হওয়া দুর্নীতির বিষয়। রাহুল গান্ধী এই জনসভা থেকে তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদীকে। তিনি অভিযোগ করেন রাফায়েল যুদ্ধ বিমান চুক্তিতে নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের ফলেই দাম বেড়ে যায় যুদ্ধ বিমানের।
কংগ্রেস সভাপতি দাবি করেন নির্বাচনের পর তদন্ত শুরু করা হবে রাফায়েল চুক্তিতে দুর্নীতির বিষয়। তিনি চৌকিদারকে জেলে পাঠানোর দাবি ও করেন। রাহুল গান্ধী বলেন, ‘চৌকিদার চুরি করেছে’। তিনি বলেন ‘প্রতিরক্ষা মন্ত্রকের তথ্যে স্পষ্ট ভাবে ফুটে উঠছে নরেন্দ্র মোদী রদবদল ঘটান আসল রাফায়েল চুক্তিতে এবং তার ফলে প্রতিটি যুদ্ধবিমান কেনা হয় ১,৬০০ কোটি টাকার বিনিময়’।
রাফায়েল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে বিরোধীরা বহুবার আক্রমণ করেছেন মোদী সরকারকে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে রাফায়েল চুক্তির বিষয় মিথ্যা তথ্য দেওয়ার দেশের শীর্ষ আদালতের সামনে। শুধু তাই নয় হ্যালকে বাদ দিয়ে অনিল আম্বানির সংস্থাকে রাফায়েল চুক্তির সঙ্গে যুক্ত করা হয়। অভিযোগ ওঠে অনিল আম্বানিকে সুবিধা পাইয়ে দিতেই এই পদক্ষেপ নেয় মোদী সরকার। যদিও বা মোদী সরকার প্রথম থেকেই অস্বীকার করেছে রাফায়েল চুক্তিতে কোনো ধরনের দুর্নীতির।