অবশেষে ঝুলি থেকে বেরিয়ে পড়লো বেড়াল। নির্বাচনের আগে মাইলেজ পেতেই যে ওমাং কুমার নির্দেশিত ছবি ‘পিএম মোদী’ মুক্তির চক্রান্ত করা হয়েছিল তা আরো একবার স্পষ্ট হয়ে গেলো।
ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার পর অভিনেতা বিবেক ওবেয়ের নাম দেখা গেলো বিজেপির তারকা প্রচারকের তালিকায়। দুধের স্বাদ ঘোলে মেটানোর মত ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার পর বিবেক ওবেরয় কে বিজেপি ব্যবহার করবে নির্বাচনের প্রচারের জন্যে।
বিজেপির এই পদক্ষেপের ফলে এটা কার্যত স্পষ্ট হয়ে যায় যে ভোটের লড়াইতে তে সুবিধা পেতেই তড়িঘড়ি এই ছবির মুক্তির চেষ্টা করা হয়।
নির্বাচনের আগে বিতর্কের সৃষ্টি হয় ওমাং কুমার নির্দেশিত এই ছবি কে ঘিরে। নির্বাচনের আগে সেই ছবির মুক্তি স্থগিত করা দেওয়া হয়।
এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করে বিবেক ওবেরয় । বিজেপির পক্ষ থেকে গুজরাটের লোকসভা নির্বাচনের জন্যে যে তারকা প্রচারকের তালিকা আজ প্রকাশ করা হয় তাতে নাম দেখতে পাওয়া যায় এই অভিনেতার।
ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যকে মাথায় রেখে বিবেক ওবেরয় অভিনীত এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ৫ই এপ্রিল ।কিন্তু বিজেপির যাবতীয় পরিকল্পনা ভেস্তে যায় এই ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ার পর। সেইজন্য নির্বাচনে জনগনকে প্রভাবিত করার উদ্দশ্যে বিজেপি বিবেককে টেনে আনে প্রচার করার জন্যে।