নিজের দল নিয়ে হতাশ মহারাষ্ট্রের বিজেপি মুখপাত্র সাইনা এনসি। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে নিজের দল নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাইনা। নির্বাচনে যেভাবে মহিলা প্রার্থীদের সুযোগ করে দিয়েছেন মমতা, তাতে চমকিত সাইনা। বলেছেন, ‘মমতাকে দেখে অন্যান্য দলগুলোর শেখা উচিৎ’।
ইস্যু ছিল লোকসভা নির্বাচনে মহিলাদের প্রতিনিধিত্ব। সেই ইস্যুতে যে বেশ পিছিয়ে বিজেপি, তা পরিসংখ্যানই বলে দিচ্ছে৷ মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের মধ্যে মাত্র ১৩টি আসনে মহিলা প্রার্থী৷ সেখানে ৪১ শতাংশ আসনে তৃণমূলের মহিলা প্রার্থী বাংলায়।
এখানেই সরব হয়েছেন সাইনা। তিনি বলেন, ‘মমতাকে দেখে শেখা উচিৎ অন্যান্য দলের। বিশেষ করে বিজেপি এর থেকে শিক্ষা নিয়ে জেগে ওঠা উচিত৷ শুধু বড় বড় কথা বললেই হয় না, তা কাজেও করে দেখাতে হয়’। সাইনার মতে, ‘মহিলা প্রার্থীদের ক্ষমতায়ন জরুরি৷ মহিলাদের সুযোগ করে দিয়ে ক্ষমতায় নিয়ে আসার সময় হয়েছে’৷
এই বিষয়ে সাইনার দাবি, ‘৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের পক্ষে সবসময়ই সমর্থন জানিয়ে এসেছি। কিন্তু মহিলা প্রার্থীপদ নিয়ে এতদিন শুধু মুখেই কথা হয়েছে’। এবিষয়ে তিনি নিজের দল ও বাকি রাজনৈতিক দলের মহিলাদের ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের বিষয়টি নিয়ে আরও জোরদার সওয়াল করার জন্য চেষ্টা করতে বলেন’।
