নকশালবাড়িতে দার্জিলিং আসনের প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে প্রচার করতে এসে ফের স্বভাবসিদ্ধ ভঙ্গীতে মোদী সরকারকে তুলোধোনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার নকশালবাড়ির প্রচারসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দার্জিলিং বাংলার গর্বের৷ তাই স্থানীয় নেতাকেই প্রার্থী করেছে তৃণমূল৷ দিল্লি কা লাড্ডু চাই না৷ যে মানুষ আপনাদের সঙ্গে থাকবে, তাঁকেই প্রার্থী করেছি৷ কাজের মানুষ চাই, দিল্লীতে পালিয়ে যাওয়া মানুষ চাই না৷ পাহাড় সমতল এক৷ ঝগড়া চাই না৷ সবাইকে মিলেমিশে থাকতে হবে’৷ পাহাড়ের উন্নয়নের কথা নিজের বক্তব্যে তুলে ধরে মমতা বলেন, ‘পাহাড়কে উন্নয়ন দিতে পারি আমরাই। পাহাড়ে বিশ্ববিদ্যালয় করেছি আমরা। দিল্লীর সরকার কিছুই করে দেয়নি। সাংসদ এলাকাতে আসেন না। সাংসদ না থাকলেও, এলাকায় বিধায়ক না থাকলেও দার্জিলিংয়ের উন্নয়নে আমাদের সরকার মুখ ফিরিয়ে নেয়নি’।
বন্ধ চা বাগানের সমস্যা নিয়েও মুখ খোলেন মমতা। তিনি বলেন, ‘বিজেপি সরকার আগের বার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিল সব চা বাগান খুলে দেব৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ ভোটের পর দিল্লি পালিয়ে গিয়েছে৷ কিন্তু কাজ করেছে একমাত্র তৃণমূল সরকার’৷ মমতার কথায়, ‘আমাদের প্রার্থীকে সুযোগ দিলে আরও উন্নয়ন হবে। তিনি পাহাড়েই থাকবেন, কারণ তিনি পাহাড়ের বাসিন্দা। কাজের মানুষ’। তৃণমূল প্রার্থী অমর সিং রাইয়ের প্রশংসা করে বলেন, ‘আমি দার্জিলিংয়ের উন্নয়নে একটা মাস্টার প্ল্যান চেয়েছিলাম। যা করতে ছ-মাস লাগে, তা তিনি করে দিয়েছেন মাত্র তিন মাসে। আমি খুব খুশি হয়েছি। এমনই কাজের মানুষ চাই সংসদে। তবেই উন্নতি হবে পাহাড়ের’।
বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘আগের বার পাহাড়বাসীর কাছে গোর্খাল্যাণ্ড করার প্রতিশ্রুতি দিয়েছিল, হয়েছে? অল্প অল্প করে কাজ করেছে তৃণমূল৷ শিলিগুড়ি সাফারি পার্ক, জলপাইগুড়িতে নতুন সার্কিট বেঞ্চ গড়েছে এই রাজ্য সরকার৷ উত্তরবঙ্গের সঙ্গে নেপাল ভুটানকে জুড়েছে তৃণমূল সরকার৷ কারণ পাহাড় ভাল থাকলে সমতলও ভাল থাকে’৷ এই নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করছে গোর্খা জনমুক্তি মোর্চা৷ সেই মোর্চা প্রার্থীর সমর্থনে এসে মমতা বলেন ‘৫ বছরে দেশকে লুঠেছে এক্সপায়ারি পিএম৷ মোদী আবার বলছেন বাংলায় কোনও উন্নয়ন হয়নি৷ অথচ দু টাকা কেজি চাল দিয়েছে তৃমমূল, চা বাগান শ্রমিকদের ভাতা দিয়েছে, পানীয় জলের ব্যবস্থা করেছে৷ রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে ৬০ লক্ষ মেয়ে’৷ কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করে মমতা বলেন ‘বিজেপি সব প্রকল্প বন্ধ করে দিয়েছে৷ তাও স্বাস্থ্যসাথী বানিয়েছে তৃণমূল৷ চালু করা হচ্ছে স্মার্ট কার্ড ফর স্বাস্থ্য সাথী’।
মোদীর শ্লোগানকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন ‘এই চৌকিদার ঝুটা হ্যায়৷ আসল চৌকিদারকে সম্মান করি৷ চাবাগানের ভবিষ্যত সুরক্ষিত করবে তৃণমূল সরকার৷ কৃষকদের খাজনা মকুব করে দেওয়া হয়েছে৷ কৃষিজমি কেনাবেচার জন্য মিউটেশন ফিজ লাগে না৷ কিন্তু মোদীর আমলে বেকারত্ব বেড়েছে৷ রাজ্যে বিজেপির সঙ্গে বোঝাপড়া রয়েছে কংগ্রেস-সিপিএমের৷ পঞ্চায়েত ভোটে জগাই মাধাই এক হয়েছে৷’ সেই আঁতাতকে রুখতে তৃণমূল নির্বাচিত প্রার্থীকে জেতানোর ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
