লোকসভা নির্বাচন শুরু হতে আর কিছু মাত্র সময় বাকি। আর তার ঠিক আগে বড়ো পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয় কোচবিহার কেন্দ্রের জন্যে।
কোচবিহার ও আলিপুরদুয়ারে একজন পুলিশ পর্যবেক্ষক থাকার কথা থাকলেও কোচবিহার ও আলিপুরদুয়ারের জন্য আলাদা আলাদা পুলিস পর্যবেক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
কোচবিহারে পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয় ১৯৯১ ব্যাচের আইপিএস অফিসার অলোক কুমার রায়কে। এর পরে আরো একজন পুলিশ পর্যবেক্ষকের নাম পাঠানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কোচবিহারের জন্যে দ্বিতীয় পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয় কে জগদেশনকে।
মোট ২৪ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে থেকে কলকাতা উত্তর, শ্রীরামপুর, আসানসোল,রায়গঞ্জ, মুর্শিদাবাদ ও রানাঘাট কেন্দ্রের জন্যে ১ জন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয় এই রাজ্যের বাকি ৩৬টি কেন্দ্রের দায়িত্ব পালন করবেন ১৮ জন পুলিশ পর্যবেক্ষক।