দার্জিলিংয়ের নকশালবাড়ির জনসভা থেকে ফের প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার এক্সপায়েরি প্রধানমন্ত্রীকে ঝুটাবাবু কটাক্ষে বিঁধে মমতা বলেন, ‘চৌকিদার ঝুটা হ্যায়’। মোদীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘কী করেছেন বাংলার জন্য? শুধু আচ্ছে দিনের ভুয়া প্রতিশ্রুতি দিয়েছেন। তাই এবার বদলে দিন বিজেপিকে’।
শুক্রবার প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে নকশালবাড়িতে প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দার্জিলিং আমদের গর্বের আসন। সেই দার্জিলিংয়ে কাজের মানুষকে চাই। দিল্লির ‘লাড্ডু’কে তাই আর আনবেন না। আমরা পাহাড়ের ভুমিপুত্রকে এবার প্রার্থী করেছি। পাহাড়ের এই ভূমিপুত্রই পাহাড়ে উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন। বহিরাগতরা কেউ কিছু করবে না। শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাবে’।
পাহাড়ের মানুষকে মমতা মনে করিয়ে দেন, ‘গত ১০ বছর যাঁদের সাসংদ করেছিলেন দার্জিলিংয়ের মানুষ, তাঁরা কী দিয়েছে পাহাড়কে। পাহাড়বাসীকে দেওয়া কোনও কথাই রাখেনি। শুধু গ্যাসের দাম, জ্বালানির দাম বাড়িয়েছে। মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছে এখনও, কেউ বিশ্বাস করবে না ওই ঝুটা সরকারকে।‘ তৃণমূল নেত্রী বলেন, ‘পাহাড়কে উন্নয়ন দিতে পারি আমরাই। আর এবার বাংলাই দিল্লির সরকার গড়বে। তাই বাংলার দাবি জোরদার করুন। বিজেপি নোটবন্দির টাকায় ভোট করতে চায়। আপনাদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার নাম করে, আপনাদের অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে। এবার সেই টাকা দিয়ে ভোট করতে চাইছে। তাই এই ঝুটা সরকারকে আর বিশ্বাস করবেন না। এবার বদলে দিন বিজেপিকে’।
অমর সিং রায়ের প্রশংসা করে মমতা বলেন, ‘মোর্চা ও তৃণমূল মিলে একযোগে তাঁকে আমাদের প্রার্থী করেছি। তাঁকে আমরা জিতিয়ে সংসদে পাঠবো। আর এখানে মোর্চা ও তৃণমূল একসঙ্গে লড়ছে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। পাহাড়ে আমরা কেউ ঝগড়া-বিবাদ চাই না। আমরা চাই শান্তি, চাই উন্নয়ন। যারা অশান্তি করতে চেয়েছিল, তাদের ছুঁড়ে ফেলে দিন’।
