আজ বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্সের বিপরীতে খেলতে নামবেন বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নাইটবাহিনী ঘরের মাঠে দুটো ম্যাচ জিতেছে। কিন্তু হেরেছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আরসিবি গত চার ম্যাচের চারটেতেই হেরেছে। বিরাটবাহিনীকে সামলাতে নাইট দলে আজ কোন এগারো জন খেলতে পারেন সেটাই দেখে নেওয়া যাক।
আরসিবির বিরুদ্ধে ম্যাচে ওপেন করবেন সুনীল নারাইন। চোট সারিয়ে ফিরছেন তিনি। পিঞ্চহিটার সুনীলকে বড় রান গড়ার জন্যও কেকেআরের প্রয়োজন। এর আগের ম্যাচ গুলিতে নীতীশ রাণাকে অবলম্বন করে অনেক এগিয়েছিল নাইটরা। সেই নীতীশ রাণা নামবেন দুই নম্বরে। তিন নম্বরে নামতে পারেন রবীন উথাপ্পা। চারে নামতে পারেন আন্দ্রে রাসেল। কেকেআরের পর পর ম্যাচ জেতানোয় তাঁর অবদান অনেক। পাঁচ নম্বরে নামার কথা অধিনায়ক দীনেশ কার্তিকের। জিততে মরিয়া কোহালিদের চাপে ফেলতে দীনেশের শীতল মস্তিষ্ক কাজে লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ছয় নম্বরে নামবেন শুভমন গিল। আইপিএলের প্রথম ম্যাচে পর পর দু’টি ছয় মেরে দলকে জয়ের পথ দেখিয়েছেন তিনি। সাত নম্বরে নামার কথা কার্লোস ব্রেথওয়েটের। কার্লোস বিগ হিটার। প্রয়োজনে বলটাও করে দিতে পারেন। আট নম্বরে নামার কথা পীযূষ চাওলার। বিরাটকে আউট করার দায়িত্ব থাকবে তাঁর উপরেও। নয় নম্বরে থাকার কথা কুলদীপ যাদবের। এই ম্যাচে চায়নাম্যানের ভেল্কিতে বিপক্ষের কটা উইকেট পড়ে সেটাই দেখার। লকি ফার্গুসন নামবেন দশ নম্বরে। প্রসিদ্ধ কৃষ্ণ থাকতে পারেন এগারো নম্বরে। আগের চেয়ে অনেক ভাল বল করছেন। চাপের মুখে ভাল বল করার ক্ষমতা রাখেন। এবার খালি দেখার নাইটবাহিনী বিপক্ষ দলকে কতটা চাপে ফেলতে পারে।