রাজ্যে প্রথম দফার ভোট আসন্ন। সেই ভোটের প্রার্থীদের মধ্যে অনেকের বিরুদ্ধেই গুরুতর ফৌজিদারি মামলা রয়েছে। ফৌজিদারি মামলার নিরিখে শীর্ষে কোচবিহারের বিজেপি প্রার্থী নীতিশ প্রামানিক।
‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন’ নামে এক স্বাধীন অরাজনৈতিক সংস্থা প্রার্থীদের মধ্যে সমীক্ষা চালিয়ে একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বিজেপি প্রার্থী নীতিশ প্রামানিকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে ১১ টি অভিযোগ আছে। তার মধ্যে খুন (৩০২ ধারা ), খিনের চেষ্টা (৩০৭ ধারা), মহিলা নিগ্রহ(৩৫৪ ধারা) প্রধান।
নীতিশের পরেই রয়েছে আর আলিপুরদুয়ারের একজন বিজেপি প্রার্থী জন। তাঁর বিরুদ্ধে আছে ৯টি অভিযোগ। আইপিসির ২৯ টি ধারায় অভিযুক্ত জন।