যে সময় সারা দেশজুড়ে এক সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছে সেই সময়ই পশ্চিমবঙ্গের বর্ধমানে এক গ্রামে বিগত বিশ বছর ধরে সম্প্রীতির অনন্য নজির গড়ে উঠেছে। মাকালীর আরাধনা হচ্ছে মুর্শেদ আলির বাড়িতে। কালীর পাশাপাশি পূজিত হন আ মনসাও। প্রতিবছর চৈত্রমাসে ধূমধাম পালিত হয় এই পুজো। হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই আমন্ত্রিত সেখানে। পুজো উপলক্ষে তাঁদের খাওয়ানোও হয় আলির বাড়িতে।
পূর্ব বর্ধমানের মেমারির মামুদপুর গ্রামে বাড়ি মুর্শেদ আলির। পেশায় তিনি রাজমিস্ত্রি। তাঁর বাড়িতেই রয়েছে মন্দির। পুজোয় অন্নকূটের ব্যবস্থা করেন তিনি। বৃহস্পতিবার সেখানেই গিয়ে দেখা যায় জাঁকজমক করেই আরাধনা চলছে মা কালীর। গ্রামের সব সম্প্রদায়ের মানুষ সেখানে হাজির। ধর্ম নিয়ে হানাহানির কথা শোনা গেলেও মুর্শেদের পরিবারে বা গ্রামে তার কোনও প্রভাব পড়েনি। সকলেই আসেন আইর বাড়ির পুজোয়। স্থানীয় বাসিন্দা সরিৎ ঘোষ, সন্দীপন সরকাররা জানান, সম্প্রীতির নজির গড়েছেন মুর্শেদ ভাই।