বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে খেলতে নামছে। আজকের এই লড়াই আরসিবি ব্যাটিং বনাম কেকেআরের স্পিনারদের বলে মনে করা হচ্ছে। নাইটদের দলে দলে তিন জন ভাল স্পিনার আছেন। সুনীল নারাইন, পীযূষ চাওলা এবং কুলদীপ যাদব। যদিও কোহালি ছন্দে থাকলে স্পিন দিয়ে তাঁকে কাবু করার চান্স কতটা, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে পরিস্থিতি অনুযায়ী কোহালি এবং ডিভিলিয়ার্সের জন্য অস্ত্র হতে পারেন পীযূষ। কারণ, দুই ব্যাটিং তারকাকেই গুগলির বিরুদ্ধে দুর্বল দেখাচ্ছে। নারাইন-চাওলা-কুলদীপ ত্রয়ীকে নিয়ে নাইট রাইডার্স কুড়ি ওভারের মধ্যে বারো ওভারই করবেন স্পিনাররা।
আরসিবি গত চারটে ম্যাচের চারটিই হেরেছে। নাইটরা তিনটি ম্যাচের দু’টিতে জিতেছে। যে ম্যাচটি হেরেছে, তা-ও গিয়েছিল সুপার ওভারে। কোহালিরা যে প্রবল চাপে রয়েছে, সে বিষয় সবার জানা। তবে আইপিএলে শুরুতে এমন হারের ধাক্কা সামলে ফিরে আসার উদাহরণ আছে। এমনকি, টানা পাঁচটি ম্যাচ হারার পরেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৃষ্টান্তও আছে। কোহালির দল এখান থেকে উপরের দিকে উঠতে পারবে না কি তলিয়ে যাবে, তা সময় বলবে।তবে এ বারের আইপিএলে কেকেআরের চিন্তার কারণ হচ্ছে, ক্রিস লিনের ছন্দে না থাকা। এখনও পর্যন্ত তেমন কিছু করতে পারেননি অস্ট্রেলীয় লিন। স্ট্রাইক রেটও পড়ে গিয়েছে মাত্র ৯৪.৯০-তে। নাইটদের স্ট্রাইক রেট সামলানোর জন্য অবশ্য থাকছেন আন্দ্রে রাসেল। এ বারের প্রতিযোগিতায় এই মুহূর্তে স্ট্রাইক রেটে শীর্ষে তিনি— ২৪৮.৪৩।
শুক্রবার চিন্নাস্বামীতে নাইট রাইডার্স ফেভারিট বটেই কিন্তু বিরাট কোহালিও সহজে মাঠে লড়াই ছেড়ে দেবার পাত্র নন। চলতি আইপিএলে আরসিবিতেই বিশ্বের সেরা ব্যাটসম্যানেরা রয়েছেন। কিন্তু তা সত্বেও তাঁরাই টানা চার ম্যাচ হেরে আতঙ্কিত। এবার দেখার আজ কাদের ভাগ্যে জয়ের খেতাব যাবে।