ভোটের বাকি মাত্র ৮ দিন। আর নির্বাচন শেষ হতে এখনও বাকি ৪৫ দিনেরও বেশি সময়। এর মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ-সহ বিভিন্ন এজেন্সি বাজেয়াপ্ত করেছে বিপুল পরিমাণ কালো টাকা এবং হিসাব বহির্ভূত সম্পত্তি। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, দেশের মধ্যে বাজেয়াপ্ত করা কালো টাকা-সহ হিসাব বহির্ভূত সম্পত্তিতে গুজরাট শীর্ষে। উদ্ধার হওয়া জিনিষের মধ্যে রয়েছে কালো টাকা, গয়না, মদ, মাদক সহ বিভিন্ন ধরনের জিনিস।
কমিশনের বাজেয়াপ্তের তালিকায় একেবারে এক নম্বরে রয়েছে মোদীর গুজরাট। মোদীর রাজ্যে বাজেয়াপ্ত হওয়া মোট হিসাব বহির্ভূত সম্পত্তির পরিমাণ ৫০৯.৯২ কোটি টাকা। গুজরাতের বিভিন্ন জায়গা থেকে ১০০ কেজি মাদক দ্রব্য বাজেয়াপ্ত করেছে প্রশাসন, যার আনুমানিক বাজার মূল্য ৫০০ কোটি টাকা। তাৎপর্যপূর্ণভাবে মোদীর রাজ্যে বাজেয়াপ্ত হয়েছে ২.৩৭ লক্ষ লিটার মদ, যার বাজারমূল্য ৬.৫৪ কোটি টাকা। কিন্তু গুজরাটে মদ নিষিদ্ধ। তা সত্বেও কিভাবে এত পরিমাণে মদ মিলল সে ব্যাপারে কেউ কোনো কথাই বলছে না। হিসাব বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্তর তালিকায় গুজরাতের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে বাজেয়াপ্ত হওয়া মোট হিসাব বহির্ভূত সম্পদের পরিমাণ ২০৮.৫৫ কোটি টাকা। নির্বাচন ঘোষণার পর তিন সপ্তাহের মধ্যে সে রাজ্যে ধরা পড়েছে ১০৮.৭৫ কোটি কালো টাকা। ৭৩৮ কেজি গয়না, যার বাজার মূল্য ৯৩.৩৬ কোটি টাকা।
ভোট ঘোষণার মাত্র ৩ সপ্তাহের মধ্যেই গুজরাট থেকে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত করলেও কমিশনকে ভাবাচ্ছে অন্য বিষয়। কমিশনের নজর এড়িয়ে আরও কত কালো টাকা ঘুরছে ভোটের বাজারে তা সঠিক ভাবে কেউ জানেনা। মোদীর শহরে কালো টাকা এবং হিসাব বহির্ভূত সম্পদ কী মাত্রায় ভোটকে প্রভাবিত করতে পারে তা ভেবেই চিন্তিত কমিশন।