রং তুলি হাতে তুলে নিয়ে তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট প্রচারে দেওয়াল লিখল কন্যাশ্রী–রূপশ্রীরা। ডাবগ্রাম–ফুলবাড়ির অম্বিকানগর এলাকায় দেওয়াল ভরিয়ে তুলল তাঁদের মনের কথা দিয়ে। কন্যাশ্রী মেয়েদের এমন উদ্যোগ দেখে এগিয়ে এলেন ব্লক যুব তৃণমূল নেতৃত্ব। দেওয়াল লিখনে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তাঁরা। সোমবার শহরতলির অম্বিকানগরে মেয়েদের হাতে এহেন দেওয়াল লিখন দেখতে ভিড় জমে যায় স্থানীয়দের।
স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে তৃণমূল প্রার্থীর জন্য দেওয়াল লিখল রেখা, সুরিয়ারা। দেওয়ালে মেয়েরা লিখল, “দরিদ্র বাবার মুখে হাসি ফিরিয়ে দিল রূপশ্রী আর কন্যাশ্রী। তাই তৃণমূল বার বার, ভারত গর্ব তৃণমূল সরকার”। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গরিব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। এই সরকারের জমানায় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে এই রাজ্যের ছাত্রীরা। তাদেরই মুখ কন্যাশ্রী, রূপশ্রীরা। মেয়েরা স্কুলের থেকেই একের পর এক সরকারি সুবিধা পেয়ে আসছে। রেখা বিশ্বাস, সুরিয়া কামাতিরা জানায়, “মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে বিভিন্ন প্রকল্প নিয়ে এসে দাঁড়িয়েছেন, তাতে উপকৃত হয়েছে লক্ষ লক্ষ মেয়ে। সারা ভারতবর্ষে সব মেয়ে যেন এমন সুযোগ পায়, তাই এখানকার প্রার্থীর হয়ে দেওয়াল লেখা হয়েছে”। ডাবগ্রাম–ফুলবাড়ি ব্লক যুব তৃণমূলের সভাপতি গৌতম গোস্বামী বলেন, “এলাকায় সব দেওয়াল কার্যত তৃণমূলের প্রার্থীর দখলে। এই প্রথম কন্যাশ্রী–রূপশ্রী প্রকল্পের সুবিধাপ্রাপ্ত মেয়েরা হাতে তুলে নিল রং–তুলি। মনের কথা তুলে ধরল দেওয়ালে। আমরা ওদের পাশে রয়েছি”। কন্যাশ্রী ও রূপশ্রীদের এমন উদ্যোগ দেখে তাই শুভেচ্ছা জানিয়েছেন জলপাইগুড়ি আসনের তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন, পর্যটনমন্ত্রী গৌতম দেব।