দেশের সব রাজ্যকে পিছনে ফেলে এগিয়ে গেল বাংলা। ১০০ শতাংশ তথ্য কেন্দ্রীয় সমীক্ষা পোর্টালে আপলোড করার নজির গড়ল এই রাজ্য। তবে এমন রাজ্যও রয়েছে যারা দু’টি বিভাগে ১০০ শতাংশ তথ্য তুলে দিয়েছে, কিন্তু একটিতে পিছিয়ে পড়েছে। কিন্তু সবাইকে পিছনে ফেলে দিয়ে অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন (এআইএসএইচই) পোর্টালে কাজ শেষ করে শীর্ষে মমতার বাংলা। বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্ট্যান্ড অ্যালোন প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য নির্ধারিত দিনের মধ্যেই আপলোড হয়ে গিয়েছে। এই পোর্টালে তথ্য আপলোড করার জন্য প্রথমে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। অবশ্য কোনও রাজ্যই সবটা করে উঠতে পারেনি। তাই আরও এক মাস সময় দেওয়া হয়। আর তার মধ্যে এই কাজ সম্পন্ন করেছে একমাত্র এই রাজ্য।
তবে বেশ কিছু রাজ্য রয়েছে, যাদের ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে।তামিলনাড়ু ৯৮ শতাংশ তথ্য আপলোড করেছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য দেওয়ার ক্ষেত্রে বেশ পিছিয়ে দিল্লি। সেখানে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২৭টি। আপলোড করেছে ১৫টি, অর্থাৎ ৫৫ শতাংশ। ত্রিপুরা ও মহারাষ্ট্র শুধু বিশ্ববিদ্যালয়ের সব তথ্য আপলোড করেছে।
সূত্রের খবর, এই রাজ্যে সরকারি এবং বেসরকারি মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৫টি। কলেজ রয়েছে ১৩৮৭টি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয় এবং ২৩৪টি কলেজ তথ্য আপলোড করেনি। কিন্তু বিকাশ ভবন থেকে চাপ দেওয়ায়, এই সব প্রতিষ্ঠান সময়ের মধ্যেই তা করে ফেলেছে। দফতরের কর্তাদের মতে, “কেন্দ্র যেরকম চেয়েছে, আমরা সেরকম করে পাঠিয়ে দিয়েছি”।