ঘরের মাঠে দারুণ জয় পেল আর্সেনাল। নিউক্যাসলকে ২ গোল দিল এমেরির ছাত্রেরা। গোল দুটি করেন অ্যারন র্যামসে ও আলেক্সান্দ্রে লাকাজেতে।
নিউক্যাসলকে ২-০ হারিয়ে দেওয়ায় তাই যেমন খুশি কোচ উনাই এমেরি, তেমনই উচ্ছ্বাস সমর্থকদের মধ্যেও। কারণ, এই ম্যাচ জেতায় আর্সেনাল টপকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামকে। প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচ পর আর্সেনালের ৬৩ পয়েন্ট। প্রথম দুই স্থানের লড়াই ধরাছোঁয়ার বাইরে। যেখানে ডুয়েল চলছে লিভারপুল ও ম্যাঞ্চেস্টার সিটির। তিন ও চার নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়ার লড়াই মূলত চার টিমের। আর্সেনাল, টটেনহ্যাম, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসির। চার, পাঁচ ও ছ’নম্বরে টটেনহ্যাম (৬১), ইউনাইটেড (৬১) ও চেলসি (৬০)। তাই তিন ও চারের লড়াইও এখন দারুণ উত্তেজক।
আর্সেনাল কোচ এমেরি অবশ্য বেশি খুশি তাঁর টিমের গেমমেকার মেসুট ওজিলের ফর্মে। এমেরির কথায়, ‘আমার ভালো লাগছে, যে ভাবে সব প্লেয়াররা খেলছে। মেসুট ওর সব দক্ষতা নিয়ে সাহায্য করছে সবাইকে। আমি যেমন চাই, ঠিক সেই ভাবেই খেলছে মেসুট। অনেক খাটছে। ওর ব্যক্তিগত স্কিলের পরিচয়ও দিচ্ছে।’
মেসুট ওজিলের খেলার বড় ভক্ত কিং খান। রবিবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের গ্যালারিতে বসে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেডের মধ্যে এই ম্যাচ দেখেছেন কিং খান। সেই ম্যাচে আর্সেনাল ২-০ গোলে হারায় নিউক্যাসলকে। ওজিলপ্রেমী বলিউডের বাদশাকে লন্ডনে ম্যাচ দেখার জন্য বিশেষ আমন্ত্রণ জানান জার্মান মহাতারকা। সেই আমন্ত্রণ গ্রহণ করে লন্ডনে ম্যাচটি দেখতে গিয়েছিলেন শাহরুখ। ওজিলের আমন্ত্রণে হসপিটালিটি বক্সে বসে ম্যাচটি উপভোগ করেন শাহরুখ খান। ওজিলের দেওয়া ১০ নম্বর জার্সি নিয়ে শাহরুখ খান মঙ্গলবার টুইটারে ছবি পোস্ট করেন। ওজিলের আতিথেয়তায় মুগ্ধ শাহরুখ খান। তিনি টুইটারে লিখেছেন, ‘ধন্যবাদ, মেসুট ওজিল। আপনার উষ্ণ ভালোবাসা ও আতিথেয়তার জন্য। আপনাকে এবার ভারতে আমন্ত্রণ জানাই।’