আজ আইপিএলে ধোনি বনাম রোহিত শর্মার লড়াই। ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। পর পর টানা তিনটি ম্যাচ জিতে মনোবল তুঙ্গে রয়েছে চেন্নাই সুপার কিংসের। আজকের ম্যাচে মুম্বইকে হারানোর জন্য ধোনি কিভাবে দল সাজিয়েছেন দেখা যাক।
আজ শেন ওয়াটসন বাইশ গজে চেন্নাইয়ের হয়ে প্রথম ওপেন করবেন। ওয়াটসনের সঙ্গে নামার কথা অম্বাতী রায়ুডুর। শেষ ম্যাচে যদিও কিছুই করতে পারেননি। সুরেশ রায়না নামবেন তিনে। আইপিএলে ৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার সুরেশ রায়না গত ম্যাচেও ধোনির যোগ্য সঙ্গত দিয়েছেন।
চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নামার কথা চারে। মারা ছয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। চেন্নাইকে সব সময়ই এগিয়ে রেখেছে ধোনির ক্ষুরধার মস্তিষ্ক। গত ম্যাচেরও নায়ক তিনি। তাঁর অভিজ্ঞতা দলের সবচেয়ে বড় সম্পদ। চারে খেলার কথা মাহিরই। পাঁচে নামবেন কেদার যাদব। ডোয়েন ব্র্যাভো ছয় নম্বরে নামার কথা। ডেথ ওভারে তিনি মারাত্মক। তাই মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন মাহি। রবীন্দ্র জাডেজা নামতে পারেন সাত নম্বরে। চলতি মরশুমের আইপিএলে ভালোই খেলছেন তিনি।আটে নামবেন দীপক চাহার। নয়ে নামবেন শার্দূল ঠাকুর। হরভজন সিংহ নামবেন দশ নম্বরে। তাঁর অভিজ্ঞতা চেন্নাইয়ের সম্পদ। ভাজ্জি দিব্যি খেলেছেন গত ম্যাচগুলিতে। ১১ নম্বরে নামার কথা ইমরান তাহিরের। এই দক্ষিণ আফ্রিকার স্পিনার অপরপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামানোর জন্য যথেষ্ট। এবার কেবল দেখার অপেক্ষা বাইশ গজে মুম্বই আর চেন্নাইয়ের ম্যাচে জিত ছিনিয়ে নেয় কোন দল।