বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহারে নির্বাচনী সভা করলেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। সভায় বক্তৃতা দিতে গিয়ে অর্পিতা যেমন মমতার উন্নয়নের চিত্রকে সামনে আনলেন, তেমনই তুলে ধরলেন মোদীর ব্যর্থতাকেও। অর্পিতা জানালেন, ২০১৪ সালেও মমতা ঝড়ে ধূলিসাৎ হয়েছিলেন মোদী। এবারেও তাই হবে।
সভামঞ্চ থেকে অর্পিতা জানান, মোদী তথা বিজেপিকে একজনই প্রতিহত করতে পারেন। তিনি হলেন মমতা বন্দোপাধ্যায়। যা ২০১৪ সালে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় তথা তৃণমূল। ২০১৯-এ মোদীর নাম জপের কোন প্রভাব পড়বে না বাংলায়। এবারে বাংলায় একটিও আসন জয় সম্ভব নয় বিজেপি’র। যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি, তার একটাও পালন করা হয়নি। মোদী সরকার সম্পূর্ণ ব্যর্থ। বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন।
অর্পিতা আরও বলেন, “২০১৪ সালে বাংলাতে মাত্র দুটি আসনই পেয়েছিল বিজেপি। সেবারও মমতা বন্দোপাধ্যায়ের সামনে মোদী সম্পূর্ণ পরাজিত হয়েছিলেন। এবারে বাংলায় মা মাটি সরকারের উন্নয়নের সামনে বিজেপি একটিও আসনে খাপ খুলতে পারবে না। এদিন অর্পিতা ঘোষ এই দাবীও করেন যে এবারে রাজ্যে ৪২টা আসনের বিয়াল্লিশেই জয়ী হবে তৃণমূল। তিনি স্লোগান তুলে বলেন ২০১৯ দেশে বিজেপি ফিনিশ।
কাজের নিরিখে বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ সারা দেশের মধ্যে অষ্টম স্থানে আছেন। এই কৃতিত্ব বালুরঘাটবাসীর। গত ৫ বছরে সাংসদ কোটার টাকায় শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, পুর পরিষেবা, স্কুলে কম্পিউটার, ক্লাসরুম–সহ বিভিন্ন প্রকল্পে উল্লেখযোগ্য কাজ করেছেন সাংসদ।