আসন্ন লোকসভা ভোটের প্রচারে প্রথম থেকেই ঝড় তুলছে মমতা বাহিনী। নানারকম আকর্ষণীয় উপায়ে করা হচ্ছে জনসংযোগ। সেই কারণেই চা–বলয়ে ভোটদাতাদের ভোটদানে উৎসাহিত করার জন্য সরকারের তরফে এল লেখা রুমাল। প্রথম থেকেই কদর পেল সে।
রুমালে লেখা, ‘আমি ভোট দেব’। চা–পাতা তুলে রাখার কাপড় যাকে চা বলয়ে শ্রমিকদের কাছে ‘রুমাল’ বলে পরিচিত তার ওপর ‘আমি ভোট দেব’ কথাটি লিখে সেই ‘রুমাল’ বিলি করা হল চা শ্রমিকদের মধ্যে। এই উদ্যোগের ফলে একদিকে সচেতনতার কাজ হবে। অন্যদিকে ভোট দেওয়ার প্রবণতা বাড়বে।
উল্লেখ্য, মার্চ মাসের ২৮ তারিখে জলপাইগুড়ির জেলাশাসক তথা রিটার্নিং অফিসার শিল্পা গৌরীসারিয়া নাগরাকাটার চা বাগান এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন। এখন জলপাইগুড়ি জেলার চা বাগান এলাকায় সমস্ত শ্রমিক চা পাতা তুলে যে কাপড় তথা রুমালে ফেলছেন তার গায়ে ‘আমি ভোট দেব’ কথাটি লেখা আছে। তিনটি ভাষায় এই কথাটি লেখা রয়েছে সকলের বোঝার জন্য। ভোট দেওয়ার অধিকার সবার। আর এই অধিকারবোধকেই জাগিয়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে নির্বাচন দফতর। ভোটদানের অধিকারকে চা বলয়ে ছড়িয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা নির্বাচন দফতর।